প্রধানমন্ত্রীরদপ্তর
৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী
Posted On:
07 OCT 2025 10:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফর করবেন। আগামীকাল, ৮ তারিখ বেলা ৩-৩০ মিনিট নাগাদ নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। এছাড়া, বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
আগামী ৯ তারিখ সকাল ১০টা নাগাদ মুম্বইয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমেরের মুখোমুখি হবেন শ্রী মোদী। ঐদিন বেলা ২-৪৫ মিনিট নাগাদ ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট-এ যোগ দেবেন তাঁরা।
নবি মুম্বইয়ে প্রধানমন্ত্রী
মম প্রায় ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি (পিপিপি মডেল) যৌথ উদ্যোগে নির্মিত এই বিমানবন্দর দেশের বৃহত্তম গ্রিনফিল্ড প্রকল্প। ১,১৬০ হেক্টর জমির ওপর নির্মিত এই বিমানবন্দর বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দর হতে চলেছে। এই বিমানবন্দরে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। এছাড়া, ৩.২৫ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণের ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরের।
এই বিমানবন্দরে ৪৭ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এছাড়া রয়েছে বৈদ্যুতিক বাস পরিষেবা। ১২,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আচার্য আত্রে চক থেকে কাফ প্যারেড পর্যন্ত মুম্বই মেট্রো লাইন-৩-এর উদ্বোধন করবেন শ্রী মোদী। মোট ৩৩.৫ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনে ২৭টি স্টেশন রয়েছে এবং দৈনিক ১৩ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। এই মেট্রো লাইনের সঙ্গে রেল, বিমানবন্দর, অন্যান্য মেট্রো লাইন এবং মোনোরেল পরিষেবাও যুক্ত করা হয়েছে। পরিবহণের সঙ্গে যুক্ত “মুম্বই ওয়ান” অ্যাপেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে ১১ ধরনের পরিবহণ ব্যবস্থার পরিষেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা।
প্রধানমন্ত্রী শর্ট-টার্ম এমপ্লয়েবিলিটি প্রোগ্রাম (এসটিইপি)-এরও সূচনা করবেন। এই কর্মসূচির মাধ্যমে মহারাষ্ট্রের ৪০০টি সরকারি আইটিআই এবং ১৫০টি সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ে দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর সফর এবং গ্লোবাল ফিনটেক ফেস্ট
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমের ৮-৯ অক্টোবর ভারত সফর করবেন। প্রধানমন্ত্রী স্টারমেরের এটিই প্রথম সরকারি ভারত সফর। সফরকালে দুই প্রধানমন্ত্রী দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় করবেন। তাঁদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও সুরক্ষা, জলবায়ু ও শক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ে কথা হবে।
দুই নেতাই শিল্প ও বাণিজ্য মহলের নেতৃবৃন্দের মুখোমুখি হবেন এবং দুই দেশে বিনিয়োগের নানা সম্ভাবনা খতিয়ে দেখবেন। এছাড়া, আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হবে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট-এ যোগ দেবেন দুই প্রধানমন্ত্রী। বিশ্বের উদ্ভাবক, নীতি-নির্ধারক, ব্যাঙ্কার, বিনিয়োগকারী, শিক্ষাবিদ এবং শিল্প মহলের নেতৃবৃন্দ এতে পারস্পরিক মতবিনিময় করবেন। এবারের সম্মেলনের বিষয়বস্তু হল – ‘উন্নত বিশ্বের জন্য আর্থিক ক্ষমতায়ন’। বিশ্বের ৭৫টির বেশি দেশের লক্ষাধিক অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রায় ৭,৫০০টি সংস্থা, ৮০০ জন বক্তা এবং ৪০০ জন প্রদর্শক এতে অংশ নিচ্ছেন।
SSS/MP/DM...
(Release ID: 2175723)
Visitor Counter : 6
Read this release in:
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam