প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

'মেক ইন ইন্ডিয়া' ১৪০ কোটি ভারতীয়ের সমষ্টিগত সংকল্পের প্রতিফলন : প্রধানমন্ত্রী

গত এক দশক ধরে এই আন্দোলনকে সফল করে তুলতে যারা নিরলস পরিশ্রম করছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 25 SEP 2024 11:33AM by PIB Kolkata

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৫, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের ১০ বছর পূর্তিকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, 'মেক ইন ইন্ডিয়া' ১৪০ কোটি ভারতীয়ের সমষ্টিগত সংকল্পের প্রতিফলন ঘটিয়েছে, যা দেশকে উৎপাদন ও উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্রে রূপান্তরিত করতে সাহায্য করেছে। তিনি 'মেক ইন ইন্ডিয়া'-কে সবরকম ভাবে উৎসাহিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, "আজ, আমরা 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের ১০ বছর পূর্তি উদযাপন করছি। গত এক দশক ধরে যাঁরা এই আন্দোলনকে সফল করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন, আমি তাঁদের সকলকে অভিনন্দন জানাই।
'মেক ইন ইন্ডিয়া' ১৪০ কোটি ভারতীয়ের সমষ্টিগত সংকল্পের প্রতিফলন - যা আমাদের দেশকে উৎপাদন ও উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে সাহায্য করছে। এটি বিশেষভাবে লক্ষণীয় যে বিভিন্ন ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি পেয়েছে, ক্ষমতায়ন সম্ভব হয়েছে এবং এর ফলস্বরূপ অর্থনীতি শক্তিশালী হয়েছে।

ভারত সরকার 'মেক ইন ইন্ডিয়া'-কে সম্ভাব্য সব উপায়ে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে সংস্কারের অগ্রগতিও অব্যাহত থাকবে। একসঙ্গে, আমরা একটি আত্মনির্ভর এবং বিকশিত ভারত গড়ে তুলব!"

https://x.com/narendramodi/status/1838816243928961249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1838816243928961249%7Ctwgr%5Ec31208a98746285a2ddf40e6539343986a153e96%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2058478

 

 


SSS/AS....


(रिलीज़ आईडी: 2174923) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Odia , Manipuri , Kannada , Urdu , Bengali-TR , Khasi , English , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam