প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতের নারী শক্তির সামনে সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানকে ফলপ্রসূ করার লক্ষ্যে তৃণমূল স্তরের কর্মীদের কাজের প্রশংসায় প্রধানমন্ত্রী
Posted On:
04 OCT 2025 3:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের নারী শক্তির সামনে সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানকে ফলপ্রসূ ও উপযোগী করে তোলার লক্ষ্যে যাঁরা নিরলসভাবে তৃণমূল স্তরে কাজ করছেন, তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন।
এক্স-হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডার এক প্রশ্নের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন :
“প্রশংসনীয় প্রয়াস ! আমাদের নারী শক্তির কাছে একে প্রভাব সৃষ্টিকারী ও উপযোগী করে তোলার ক্ষেত্রে যাঁরা তৃণমূল স্তরে কাজ করেছেন, তাঁদের প্রশংসা করছি। জীবনের উন্নতিতে এটি জন ভাগীদারির বড় দৃষ্টান্ত।”
SSS/MP/NS…
(Release ID: 2174921)
Visitor Counter : 2