প্রধানমন্ত্রীর দপ্তর
যারা "সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান"কে ভারতের নারী শক্তির জন্য ফলপ্রসূ ও উপকারী করে তুলতে কাজ করেছেন, তাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
Posted On:
04 OCT 2025 3:41PM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ অক্টোবর,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানকে ভারতের নারী শক্তির জন্য কার্যকর ও উপকারী করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
এই অভিযানকে জনভাগীদারী-জনগণের অংশগ্রহণের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, এই ধরনের সম্মিলিত পদক্ষেপ জীবনযাত্রার উন্নতি এবং একটি স্বাস্থ্যকর, ক্ষমতায়িত সমাজ গঠনের মূল চাবিকাঠি।
এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডার একটি পোস্টের জবাবে শ্রী মোদী লিখেছেন,
"প্রশংসনীয় প্রচেষ্টা! আমাদের নারী শক্তির জন্য এই অভিযান খুবই ফলপ্রসূ ও উপকারী করে তুলতে যারা মাঠপর্যায়ে কাজ করেছেন তাদের অভিনন্দন জানাই। জীবনযাত্রার উন্নতির জন্য এটি জনভাগীদারির একটি দুর্দান্ত উদাহরণ।"
* * *
PS/PKS/KMD
(Release ID: 2174808)
Visitor Counter : 6