প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অসাধারণ, অতুলনীয় এবং অকল্পনীয়! গৌরবময় দীপোৎসব উপলক্ষে অযোধ্যার মানুষদের আন্তরিক অভিনন্দন: প্রধানমন্ত্রী

৫০০ বছর পর এই পবিত্র ক্ষণ এসেছে অসংখ্য ও অবিরাম ত্যাগ এবং রামভক্তদের কঠোর সাধনার ফলে: প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 30 OCT 2024 10:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অক্টোবর ২০২৪

 

অযোধ্যায় মহিমান্বিত ও দেবোৎসব দীপোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যাবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক টুইটে প্রধানমন্ত্রী ভগবান শ্রীরামের পবিত্র জন্মভূমি অযোধ্যায় আয়োজিত আলোকোৎসব নিয়ে নিজের আনন্দ ও গর্ব প্রকাশ করে লিখেছেন, “অসাধারণ, অতুলনীয় এবং অকল্পনীয়!

গৌরবময় ও দেবোৎসব দীপোৎসব উপলক্ষে অযোধ্যার মানুষদের অনেক শুভেচ্ছা! কোটি কোটি প্রদীপে আলোকিত রামলাল্লার এই পবিত্র জন্মভূমিতে জ্যোতিপর্ব সকলকে আবেগাপ্লুত করবে। অযোধ্যাধাম থেকে প্রসারিত এই আলোকরশ্মি দেশের প্রতিটি পরিবারকে নতুন উদ্দীপনা ও শক্তিতে ভরিয়ে তুলবে। আমি প্রার্থনা করি, ভগবান শ্রীরাম দেশবাসী সকলকে সুখ, সমৃদ্ধি ও সফল জীবন দান করুন।
জয় শ্রীরাম!”

এবারের দীপাবলির মাহাত্ম্য তুলে ধরে তিনি আরও লিখেছেন, “দিব্য অযোধ্যা!

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামকে তাঁর মহিমামণ্ডিত মন্দিরে প্রতিষ্ঠার পর এটিই প্রথম দীপাবলি। অযোধ্যার শ্রীরামলাল্লার মন্দিরের এই অনন্য রূপ সকলকে অভিভূত করবে।  পাঁচশো বছর পর এই পবিত্র ক্ষণ এসেছে। অসংখ্য ত্যাগ, অবিরাম সাধনা ও ভক্তির ফলস্বরূপ। আমাদের সৌভাগ্য যে আমরা সকলে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি। আমি বিশ্বাস করি, ভগবান শ্রীরামের জীবন ও তাঁর আদর্শ দেশকে উন্নত ভারতের সংকল্প পূরণে সর্বদা অনুপ্রেরণা যোগাবে।

জয় সিয়ারাম!”


****

 

SSS/SS.....


(रिलीज़ आईडी: 2170133) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam