প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইজরায়েলের প্রধানমন্ত্রী, সেদেশের মানুষ এবং ইহুদি সম্প্রদায়কে রোশ হাশানাহ-র শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 22 SEP 2025 10:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেদেশের মানুষ এবং সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়কে রোশ হাশানাহ-র শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“শানাতোভা !

আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইজরায়েলের মানুষ এবং সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়কে রোশ হাশানাহ-র শুভেচ্ছা জানাই। নতুন বছর শান্তি, আশা ও সুস্বাস্থ্যে ভরে উঠুক, এই কামনা করি।”

 

SC/SD/NS


(Release ID: 2170013) Visitor Counter : 2