স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

নবরাত্রিতে দেশের মা ও বোনেদের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার উপহার দিল মোদী সরকার – কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

Posted On: 22 SEP 2025 1:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫ 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, নবরাত্রিতে দেশের মা ও বোনেদের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার উপহার দিয়েছে মোদী সরকার।
একের পর এক এক্স বার্তায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার রূপায়ণ হয়েছে আজ সারা দেশে। জিএসটি সংস্কারের ফলে ৩৯০টিরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। খাবার-দাবার, গৃহস্থালী সরঞ্জাম, নির্মাণ সামগ্রী, গাড়ি, কৃষি পণ্য, বিবিধ পরিষেবা, খেলনা, ক্রীড়া সরঞ্জাম, হস্তশিল্প সামগ্রী, শিক্ষা, স্বাস্থ্য ও বীমা পরিষেবার খরচ কমে যাওয়ায় মানুষের সঞ্চয় বাড়বে। 
স্বনির্ভর ভারতের পথে যাত্রা এই জিএসটি সংস্কারের ফলে আরও জোরদার হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন। স্বদেশী পণ্য ব্যবহারের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে স্বনির্ভরতার উদ্যোগ আরও জোরদার হবে বলে তাঁর মন্তব্য। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো, স্বদেশী পণ্য ব্যবহারে উদ্যোগী হতে স্বরাষ্ট্র মন্ত্রী সকলের কাছে আবেদন রেখেছেন। 
পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার, দরিদ্র, কৃষক, তরুণ প্রজন্ম এবং মহিলাদের সেবায় প্রধানমন্ত্রীর আন্তরিকতার প্রকাশ বলে স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন। এরফলে, দেশের বিকাশ ত্বরান্বিত হবে এবং ভারত ক্রমে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।
স্বরাষ্ট্র মন্ত্রী এক্স বার্তায় আরও বলেছেন যে, সাবান, দাঁতের মাজন প্রভৃতির ক্ষেত্রে জিএসটি কমানো প্রতিটি পরিবারের পক্ষে সহায়ক হবে। জীবন বীমা, স্বাস্থ্য বীমা প্রভৃতি ক্ষেত্রে শূন্য জিএসটি’র হার এক ঐতিহাসিক পদক্ষেপ। 

 

SC/AC/SB…


(Release ID: 2169737)