প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

Posted On: 17 SEP 2025 3:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি-র বার্তার জবাবে শ্রী মোদী বলেছেন;

“আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট আলি। আপনার উষ্ণ আবেগ আমাকে স্পর্শ করেছে। এর মধ্য দিয়ে ভারত ও গায়ানার বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সুগভীর বন্ধনের প্রতিফলন ঘটেছে।”

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের বার্তার জবাবে শ্রী মোদী বলেছেন;

“আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী লাক্সন। আমাদের বন্ধুত্বকে আমি খুবই উপভোগ করি। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে ভারতের যাত্রায় নিউজিল্যান্ড এক গুরুত্বপূর্ণ অংশীদার।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-এর বার্তার জবাবে শ্রী মোদী বলেছেন;

“আপনার সহৃদয় শুভেচ্ছার জন্য ধন্যবাদ, আমার বন্ধু প্রধানমন্ত্রী অ্যালবানিজ। ভারত-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হওয়া এবং নাগরিকদের মধ্যে আরও ঘনিষ্ট সংযোগের দিকে আমি তাকিয়ে রয়েছি।”

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-র বার্তার জবাবে শ্রী মোদী বলেছেন;

“আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের সঙ্গে আমাদের বিশেষ অংশীদারিত্বকে আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।”

ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট-এর বার্তার জবাবে শ্রী মোদী বলেছেন;

“আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী স্কেরিট। ডমিনিকার সঙ্গে বন্ধুত্ব ও সহমর্মিতার যে সুদৃঢ় বন্ধন রয়েছে তা ভারতের কাছে অত্যন্ত মূল্যবান।”

 

 

SC/SD/SKD


(Release ID: 2167619) Visitor Counter : 2