প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন-এর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 16 SEP 2025 7:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 

দুই নেতা ভারত-ডেনমার্ক পরিবেশবান্ধব কৌশলগত অংশীদারিত্বকে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, জ্বালানি, জল ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াকরণ ও সুস্থিত উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে আরও মজবুত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বের দায়িত্ব লাভ করায় এবং রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পাওয়ায় প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানান। 

দুই নেতা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ইউক্রেন সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান এবং সেখানে শান্তি ও সুস্থিতি দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন ভারত-ডেনমার্ক মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে ডেনমার্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী বছর ভারতে আয়োজিত হতে চলা এআই ইমপ্যাক্ট সামিটের সাফল্য কামনা করেন।

 


SC/SD/SKD


(Release ID: 2167483) Visitor Counter : 10