প্রধানমন্ত্রীরদপ্তর
গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট সংক্রান্ত একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, এই প্রকল্পে সংশ্লিষ্ট অঞ্চলকে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র ও আকাশ পথের উন্নত যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে
Posted On:
12 SEP 2025 1:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই প্রকল্পে গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্টের বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে ওই অঞ্চলকে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র ও আকাশ পথের উন্নত যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রের নিরিখে এই দ্বীপটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রকল্পটির রাষ্ট্রীয় দিক থেকে বিশেষ তাৎপর্য রয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @byadavbjp গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। প্রতিরক্ষা ক্ষেত্রের নিরিখে এই দ্বীপটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রকল্পটির রাষ্ট্রীয় দিক থেকেও বিশেষ তাৎপর্য রয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে ওই অঞ্চলকে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র ও আকাশ পথের উন্নত যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। অর্থনীতি ও বাস্তুতন্ত্র যে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে, তার আদর্শ উদাহরণ হিসেবে এই প্রকল্পটি বিবেচনার যোগ্য বলে তিনি উল্লেখ করেছেন।”
SC/CB/SKD/
(Release ID: 2166010)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam