প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত-মরিশাস যৌথ ঘোষণা : বিশেষ অর্থনৈতিক প্যাকেজ

Posted On: 11 SEP 2025 1:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম ভারত সফরে এসেছেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মরিশাস সরকারের অনুরোধের ভিত্তিতে নিম্নলিখিত প্রকল্পগুলির যৌথ রূপায়ণে ভারত ও মরিশাস নীতিগতভাবে সম্মত হয়েছে।

অনুদানের ভিত্তিতে প্রকল্প/সহায়তা

১. নতুন স্যার শিউসাগর রামগুলাম জাতীয় হাসপাতাল

২. আয়ুষ উৎকর্ষ কেন্দ্র

৩. পশু চিকিৎসা স্কুল ও হাসপাতাল

৪. হেলিকপ্টারের সংস্থান

এই প্রকল্প ও সহায়তাগুলির জন্য ২১৫ মিলিয়ন মার্কিন ডলার/৯.৮০ বিলিয়ন মরিশাসের মুদ্রা খরচ হবে বলে মনে করা হচ্ছে। 

অনুদান-তথা লেটার অফ ক্রেডিটের ভিত্তিতে প্রকল্প/সহায়তা

১. এসএসআর আন্তর্জাতিক বিমান বন্দরে নতুন এটিসি টাওয়ারের নির্মাণকাজ সম্পন্ন করা

২. এন৪ মোটরওয়ের উন্নয়ন

৩. রিং রোড দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন

৪. সিএইচসিএল কর্তৃক বন্দর সরঞ্জাম অধিগ্রহণ

এই প্রকল্প/সহায়তাগুলির জন্য আনুমানিক ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার/২০.১০ বিলিয়ন মরিশাসের মুদ্রা খরচ হবে। 

কৌশলগত দিক থেকে উভয় পক্ষ যেসব বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে তা হল :

১. মরিশাসের বন্দরের পুনর্বিকাশ ও পুনর্গঠন 

২. শ্যাগোজ সমুদ্র সুরক্ষিত অঞ্চলের উন্নয়ন ও নজরদারিতে সহায়তা

চলতি আর্থিক বছরে ভারত সরকার মরিশাসকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা প্রদানে সম্মত হয়েছে।


 

SC/SD/NS…. 


(Release ID: 2165685) Visitor Counter : 2