প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য থিরু সি পি রাধাকৃষ্ণনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 09 SEP 2025 8:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য থিরু সি পি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন :

“২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য থিরু সি পি রাধাকৃষ্ণনকে অভিনন্দন। তাঁর জীবন বরাবরই সমাজের সেবা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নের জন্য নিবেদিত। আমি নিশ্চিত, তিনি এমন এক অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন, যিনি আমাদের সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী এবং সংসদীয় আলোচনাকে আরও উন্নত করবেন।

@CPRGuv”

 

SC/SD/DM.


(Release ID: 2165206) Visitor Counter : 9