রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইইপিসি ইন্ডিয়ার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি

Posted On: 08 SEP 2025 12:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৫ 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইইপিসি) ইন্ডিয়ার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 
অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু বলেন, প্রাচীনকালে ভারত আধ্যাত্মিকতা ও বাণিজ্য উভয় ক্ষেত্রেই বিশ্বকে নেতৃত্ব দিত। ভারত’কে আবারও জ্ঞান ও বাণিজ্যের শীর্ষ স্থানীয় কেন্দ্রে পরিণত করা এখন দেশের সকল নাগরিকের লক্ষ্য হওয়া উচিৎ। অর্থনৈতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইইপিসি’র এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে গ্রহণ করা উচিৎ। 
রাষ্ট্রপতি বলেন, গত ১০ বছরে ভারতের প্রকৌশল রপ্তানী ৭০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১৫ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। এক্ষেত্রে অবদানের জন্য ইইপিসি’র প্রশংসা করেন তিনি। 
রাষ্ট্রপতি বলেন, ইইপিসি, আন্তর্জাতিক বাজার এবং ভারতীয় উৎপাদকদের মধ্যে একটি সেতু। আমাদের দেশে বর্তমান সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তরিত করার উপর জোর দেন তিনি। 
রাষ্ট্রপতি বলেন, কম খরচে উচ্চ মানের ইঞ্জিনিয়ারিং পরিষেবা এবং পণ্য উৎপাদন ভারতের বিশেষ শক্তি। ইইপিসি’র মতো অংশীদারদের উচিৎ যথাযথ উৎসাহ ও বাস্তুতন্ত্র প্রদানের মাধ্যমে ভারত’কে একটি আন্তর্জাতিক উদ্ভাবন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাওয়া। রাষ্ট্রপতি ইইপিসি’র সব অংশীদারদের দেশে উপলব্ধ প্রতিভা ও শক্তির যথাযথ ব্যবহারের জন্য সঠিক বাস্তুতন্ত্র প্রদান করে ভারত’কে একটি শীর্ষ স্থানীয় উদ্ভাবনী অর্থনীতিতে পরিণত করার প্রতিশ্রুতি দিতে আহ্বান জানান। 

 

SC/PM/SB


(Release ID: 2164603) Visitor Counter : 2