স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কুকি – জো পরিষদ ২ নম্বর জাতীয় মহাসড়ক যাত্রী ও প্রয়োজনীয় পণ্যের অবাধ চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

Posted On: 04 SEP 2025 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ 

 

এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কুকি – জো পরিষদ আজ ২ নম্বর জাতীয় মহাসড়ক যাত্রী ও প্রয়োজনীয় পণ্যের অবাধ চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন নতুন দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তা এবং কেজেডসি – এর একটি প্রতিনিধিদলের মধ্যে ধারাবাহিক বৈঠকের পর, এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২ নম্বর জাতীয় মহাসড়কে শান্তি বজায় রাখতে ভারত সরকারের মোতায়েন করা নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে কেজেডসি। 
নতুন দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুর সরকার এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস্‌ ফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে একটি ত্রিপাক্ষিক সাসপেন্সন অফ অপারেশন চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে। 
যৌথ পর্যবেক্ষণ গোষ্ঠী এখন থেকে নিবিড়ভাবে মৌলিক নিয়ম প্রয়োগের বিষয়টি নজরদারি করবে এবং ভবিষ্যতে তা লঙ্ঘণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসওও চুক্তিও পর্যালোচনা করা হবে। 

 

SC/PM/SB


(Release ID: 2163798) Visitor Counter : 2