প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মিয়াগি প্রদেশের সেন্ডাইয়ে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর

Posted On: 30 AUG 2025 11:52AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অগাস্ট, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মিয়াগি প্রদেশের সেন্ডাই সফর করেন। সেখানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জাপানের প্রথম সারির সংস্থা টোকিও ইলেকট্রন মিয়াগি লিমিটেড ঘুরে দেখেন দুই নেতা। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জাপানি সংস্থার ভূমিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। 

ভারত সেমিকন্ডাক্টর উৎপাদনের পরিমণ্ডল গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর তৈরিতে জাপানের দক্ষতা সহায়ক হতে পারে। দুই দেশের সহযোগিতাকে মজবুত করার লক্ষ্যে জাপান-ভারত সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল অংশীদারিত্ব সংক্রান্ত সমঝোতায় স্বাক্ষর করেছে দুই দেশ। দুই রাষ্ট্রনেতার এই মিলিত সফর সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দুই দেশের বলিষ্ঠ বোঝাপড়ার বার্তা দিচ্ছে। সেন্ডাইয়ে প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন মিয়াগি প্রদেশের গভর্নর এবং অন্যান্য বিশিষ্টজনেরা। 

 

SC/MP/NS…


(Release ID: 2162288) Visitor Counter : 16