মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

কোশি–মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্পকে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা – ত্বরিত সেচ সুবিধা কর্মসূচি (পিএম কে এস ওয়াই- এ আই বি পি)-এর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল মন্ত্রীসভা

Posted On: 28 MAR 2025 4:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮ মার্চ ২০২৫

 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি বিহারের কোশি–মেচি সংযোগ প্রকল্পকে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় নিয়েছে।

এই প্রকল্পে কেন্দ্র ৩৬৫২.৫৬ কোটি টাকা দেবে। মোট খরচ হবে ৬২৮২.৩২ কোটি টাকা। কাজ শেষের সময়সীমা মার্চ ২০২৯।

প্রকল্পে কোশি নদীর বাড়তি জল মেচি নদীতে নিয়ে যাওয়া হবে। এর ফলে বিহারের মহানন্দা অববাহিকায় সেচ বাড়বে। এজন্য পূর্ব কোশি মূল খাল মেরামত করা হবে। সেই খালকে লম্বা করে মেচি নদীর সঙ্গে জোড়া হবে।যার মাধ্যমে কোশি ও মেচি নদী যুক্ত হবে।

এই প্রকল্পে খরিফ ঋতুতে আরও ২,১০,৫১৬ হেক্টর জমিতে সেচ হবে। উপকৃত জেলার মধ্যে আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ ও কাটিহার অন্যতম। প্রায় ২০৫০ মিলিয়ন কিউবিক মিটার জল ব্যবহার করা যাবে। খাল মেরামতের পর ১.৫৭ লক্ষ হেক্টর জমিতে জলের ঘাটতি মিটবে।

পটভূমি-

প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা (পি এম কে এস ওয়াই) ২০১৫-১৬ সালে চালু হয়।  কৃষিজমিতে সেচের পরিধি বাড়ানো, জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সুস্থায়ী জল সংরক্ষণকে উৎসাহিত করা এর উদ্দেশ্য।

২০২১-২৬ সময়কালে পি এম কে এস ওয়াই-র বাস্তবায়নের জন্য মোট ৯৩,০৬৮.৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩৭,৪৫৪ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা। বড় ও মাঝারি সেচ প্রকল্পের মাধ্যমে সেচ ক্ষমতা বাড়ানো পি এম কে এস ওয়াই-এর এ আই বি পি অংশের লক্ষ্য।

এখন পর্যন্ত ৬৩টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে এবং ২৬.১১ লক্ষ হেক্টর জমিতে নতুন সেচ সুবিধা তৈরি হয়েছে। পি এম কে এস অয়াই ২.০-এর আওতায় ২০১২-২২ সময়ে ৯টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। কোশি–মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্প এই তালিকার দশম প্রকল্প।

 


SC/RS


(Release ID: 2160416) Visitor Counter : 3