প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কলকাতায় ৫,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

Posted On: 22 AUG 2025 6:14PM by PIB Kolkata

 

 

নতুন দিল্লি, ২২ অগাস্ট, ২০২৫

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় ৫,২০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি আবার পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করার সুযোগ পেয়েছেন। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত তাঁর কলকাতা মেট্রো সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, তিনি তাঁর বহু সহকর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং প্রত্যেকেই কলকাতার গণ পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন।

 

 

 প্রধানমন্ত্রী আজ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাসও করেন। হাজার হাজার কোটি টাকার এইসব প্রকল্পের জন্য তিনি কলকাতা এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের আন্তরিক অভিনন্দন জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, “ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথে এগোচ্ছে। সেক্ষেত্রে দমদম এবং কলকাতার মতো শহরগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।” শ্রী মোদী বলেন, আধুনিক ভারত কীভাবে দ্রুত বদলে যাচ্ছে, আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য দিচ্ছে। তিনি আরও বলেন, ‘বর্জ্য থেকে সম্পদ’ উদ্যোগের মাধ্যমে শহরগুলিতে এখন বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। মেট্রো পরিষেবার সম্প্রসারণের কথা উল্লেখ করার পাশাপাশি শ্রী মোদী গর্ব প্রকাশ করে বলেন, ভারতের মেট্রো নেটওয়ার্ক এখন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। ২০১৪ সালের আগে দেশে শুধুমাত্র ২৫০ কিলোমিটারের মেট্রো রুট ছিল, যা এখন বেড়ে হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কলকাতার মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে প্রায় ১৪ কিলোমিটার নতুন লাইন যুক্ত করা হচ্ছে। অন্যদিকে, ৭টি নতুন স্টেশন চালু করা হচ্ছে। এইসব উন্নয়ন প্রকল্প কলকাতার মানুষের জীবনযাপনকে সহজ করার পাশাপাশি যাতায়াতকেও সুগম করবে।

 

শ্রী মোদী বলেন, “একুশ শতকের ভারতে একুশ শতকের উপযোগী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তাই আজ দেশজুড়ে রেল থেকে রাস্তা, মেট্রো থেকে বিমানবন্দর সর্বত্র আধুনিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং পরস্পরের সঙ্গে পরস্পরকে যুক্ত করা হচ্ছে।” তিনি বলেন, সরকার শুধুমাত্র এক শহরের সঙ্গে অন্য শহরকেই যুক্ত করছে না, সেই সঙ্গে বাড়ির কাছাকাছি নিরবচ্ছিন্ন পরিবহণও সুনিশ্চিত করছে। 

 

কলকাতার বহুমুখী যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের ব্যস্ততম দুটি রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহকে এখন মেট্রোর মাধ্যমে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এই দুটি স্টেশনের মধ্যে যাতায়াতের সময়ও অনেক কমে আসবে। আগে যেখানে প্রায় দেড় ঘণ্টার মতো সময় লাগতো, এখন মাত্র কয়েক মিনিটেই সেই পথ পেরনো যাবে। সাবওয়ে তৈরির ফলে পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরা অনেক কম সময়ের মধ্যেই ট্রেন ধরতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, কলকাতা বিমানবন্দর এখন মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে, এর ফলে দূরবর্তী স্থানের মানুষ খুব সহজেই বিমানবন্দর পৌঁছতে পারবেন।

 

পশ্চিমবঙ্গের সর্বাঙ্গীন উন্নয়নে ভারত সরকারের সম্ভাব্য সব ধরনের প্রয়াসের কথা উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন রেলের ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে তিনি পুরুলিয়া ও হাওড়ার মধ্যে মেমু ট্রেনের কথা উল্লেখ করেন এবং বলেন যে, সরকার সাধারণ মানুষের এই দাবি পূরণ করেছে। প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন রুটে ৯টি বন্দে ভারত ট্রেন এবং ২টি অমৃত ভারত ট্রেন চলাচল করছে। 

 

বিগত ১১ বছর ধরে ভারত সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য সড়ক প্রকল্পের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, এই মুহূর্তে বহু পরিকাঠামো প্রকল্পের কাজও চলছে। তিনি বলেন, ৬ লেনের কোনা এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে বন্দর যোগাযোগের ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, ডঃ সুকান্ত মজুমদার, শ্রী রভনীত সিং বিট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

SC/MP/SKD


(Release ID: 2159980)