প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী দ্বারা গৃহীত উদ্যোগগুলির তালিকা

Posted On: 04 APR 2025 2:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ এপ্রিল ২০২৫

 

ব্যবসা

* বিমস্টেক চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠা করা হবে
* প্রতি বছর বিমস্টেক বিজনেস সামিটের আয়োজন করা হবে
* বিমস্টেক অঞ্চলে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা বিষয়ক সমীক্ষা করা হবে

তথ্য ও প্রযুক্তি

*  বিমস্টেক দেশগুলির ডিজিটাল সার্বজনিক পরিকাঠামো(ডিপিআই)-এর চাহিদা বোঝার জন্য সমীক্ষা করা হবে

* বিমস্টেক অঞ্চলে ইউপিআই ও আর্থিক লেনদেন প্রণালীগুলির মধ্যে সংযোগ স্থাপন করা হবে

দুর্যোগ ব্যবস্থাপনা

* দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনে সহযোগিতার জন্য ভারতে বিমস্টেক সেন্টার ফর এক্সেলেন্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠা করা হবে

* এ বছর ভারতে বিমস্টেক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলির মধ্যে চতুর্থ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে

নিরাপত্তা

* ভারতে বিমস্টেক দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকের আয়োজন করা হবে

মহাকাশ

* বিমস্টেক দেশগুলির জন্য মানবসম্পদ প্রশিক্ষণের ব্যবস্থা, ন্যানো স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ এবং রিমোট সেন্সিং ডেটা ব্যবহারের জন্য গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে

ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ

* ‘বোধি’ অর্থাৎ ‘মানব সম্পদ পরিকাঠামোর উন্নয়নের জন্য বিমস্টেক’ উদ্যোগের অধীনে প্রতি বছর বিমস্টেক দেশগুলির ৩০০ যুবককে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে

* ভারতের ফরেষ্ট রিসার্চ ইনস্টিটিউটে বিমস্টেক শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা করা হবে

* বিমস্টেক দেশগুলির তরুণ কূটনীতিকদের জন্য প্রতি বছর প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে

* টাটা মেমোরিয়াল সেন্টার বিমস্টেক দেশগুলিতে ক্যানসার চিকিৎসার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে

* প্রাচীন চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ও প্রসারের জন্য উৎকর্ষ কেন্দ্রের প্রতিষ্ঠা করা হবে

* কৃষকদের জ্ঞান, অনুশীলন, গবেষণা ও সক্ষমতা প্রদানের জন্য ভারতে উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে

জ্বালানি

* বেঙ্গালুরুতে বিমস্টেক এনার্জি সেন্টার চালু হয়েছে

* বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগে দ্রুত অগ্রগতি হবে

যুব সম্পৃক্ততা

* এ বছর বিমস্টেক ইয়াং লিডার্স সামিট অনুষ্ঠিত হবে
* বিমস্টেক হ্যাকাথন ও ইয়াং প্রফেশনাল ভিজিটর প্রোগ্রাম চালু করা হবে

খেলাধুলা

* এ বছর ভারতে ‘বিমস্টেক অ্যাথলেটিক্স মিট’ অনুষ্ঠিত হবে
* ২০২৭ সালে প্রথম বিমস্টেক গেমসের আয়োজন করা হবে

সংস্কৃতি

* এ বছর ভারতে "বিমস্টেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব" অনুষ্ঠিত হবে

সংযোগ

* ক্ষমতা বৃদ্ধি, গবেষণা, উদ্ভাবন ও সামুদ্রিক নীতিতে সমন্বয় বাড়াতে ভারতে সুস্থায়ী সামুদ্রিক পরিবহন কেন্দ্রের প্রতিষ্ঠা করা হবে

 

SC/PK.


(Release ID: 2159343) Visitor Counter : 5