প্রধানমন্ত্রীরদপ্তর
২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর প্রধানমন্ত্রীর
Posted On:
20 AUG 2025 3:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ আগস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। ঐদিন বেলা ১১টা নাগাদ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেলে তিনি কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন এবং ৫,২০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর বিহার সফর
বিহারে গঙ্গার ওপর ১.৮৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতুর পাশাপাশি ৩১ নম্বর জাতীয় সড়কে ৮.১৫ কিলোমিটার দীর্ঘ ঔনটা-সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে ১,৮৭০ কোটি টাকা। এর ফলে, পাটনার মোকামা এবং বেগুসরাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু তৈরির ফলে উত্তর বিহারের আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
প্রধানমন্ত্রী ৩১ নম্বর জাতীয় সড়কে বক্তিয়ারপুর থেকে মোকামা পর্যন্ত চারলেনের রাস্তার উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১,৯০০ কোটি টাকা। ৬,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রেরও (৬৬০x১ মেগাওয়াট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী গয়া ও দিল্লির মধ্যে যাতায়াতকারী অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।
পিএমএওয়াই (গ্রামীণ) প্রকল্পের আওতায় ১২ হাজার সুবিধাপ্রাপক এবং পিএমএওয়াই (শহরাঞ্চল) প্রকল্পে ৪,২৬০ জন সুবিধাপ্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী। কয়েকজন সুবিধাপ্রাপকের হাতে তিনি ঘরের চাবিও তুলে দেবেন।
পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী
কলকাতায় ১৩.৬১ কিলোমিটার দীর্ঘ নবনির্মিত মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন শ্রী মোদী। যশোর রোড মেট্রো স্টেশনে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। যশোর রোড মেট্রো স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো সফরও করবেন প্রধানমন্ত্রী। এই তিনটি রুটে মেট্রো পরিষেবা চালু হলে, কলকাতায় গণ-পরিবহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য গতি আসবে। হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত একটি সাবওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, কোনা এক্সপ্রেসওয়েতে ৭.২ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের উত্তোলিত(elevated) সড়কপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে খরচ হবে ১,২০০ কোটি টাকা। এই প্রকল্পের ফলে হাওড়া সংলগ্ন এলাকা এবং কলকাতার মধ্যে যাতায়াতের সময় অনেকখানি কমবে।
SC/MP/DM
(Release ID: 2158747)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam