প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্রডব্যান্ড, ইউপিআই এবং ডিজিটাল প্রশাসনে ভারতের অগ্রগতি সংক্রান্ত নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Posted On: 20 AUG 2025 1:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ আগস্ট ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রডব্যান্ড, ইউপিআই এবং ডিজিটাল প্রশাসনে ভারতের অগ্রগতি সংক্রান্ত একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শ্রী মোদী লিখেছেন : 

“সহজলভ্য ব্রডব্যান্ড, ইউপিআই এবং ডিজিটাল প্রশাসনে ভারতের অগ্রগতি এখন বিশ্ব পর্যায়ে চর্চার বিষয় হয়ে উঠেছে, যা তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia। ৫জি ক্ষেত্রে নতুন ঢেউ, এআই, আইওটি এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও ভারত নেতৃত্ব দেবে এবং মানদণ্ড স্থির করে দেবে, যা  তিনি তুলে ধরেছেন।”

 

SC/MP/DM


(Release ID: 2158447)