প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী আর্থিক দিক থেকে সাধ্যের মধ্যে ব্রডব্যান্ড, ইউপিআই এবং ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে ভারতের অগ্রগতির উপর আলোকপাত করে একটি নিবন্ধ শেয়ার করেছেন
Posted On:
20 AUG 2025 1:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ আগস্ট, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্থিক দিক থেকে সাধ্যের মধ্যে ব্রডব্যান্ড, ইউপিআই এবং ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে ভারতের অগ্রগতির উপর আলোকপাত করে একটি নিবন্ধ শেয়ার করেছেন।
উপরোক্ত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার লেখা নিবন্ধের জবাবে শ্রী মোদী বলেন,
"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এই নিবন্ধে উল্লেখ করেন যে, আর্থিক দিক থেকে সাধ্যের মধ্যে ব্রডব্যান্ড এর বিস্তার, ইউ পি আই ও ডিজিটাল প্রশাসন ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ভারতের অগ্রগতি এখন বিশ্ব স্তরে একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।"
তিনি জোর দিয়ে বলেন যে ফাইভ-জি, এ.আই, আই.ও.টি এবং সাইবার সুরক্ষার পরবর্তী তরঙ্গে ভারত নেতৃত্ব দেবে এবং মানদণ্ড নির্ধারণ করবে।
Union Minister Shri @JM_Scindia highlights that India’s progress in affordable broadband, UPI and digital governance is now a global case study. He underscores that in the next wave of 5G, AI, IoT and cybersecurity, India will lead and set benchmarks. https://t.co/s48w7fJnPz
— PMO India (@PMOIndia) August 20, 2025
*****
KMD/PS
(Release ID: 2158436)