পরিবেশওঅরণ্যমন্ত্রক
প্রজেক্ট লায়ন-এর সাফল্যের পিছনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব প্রধান, বললেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব
বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যে বড়সড় বন্যপ্রাণ সংরক্ষণ অভিযানের মধ্য দিয়ে বিশ্ব সিংহ দিবস ২০২৫ পালন করলো গুজরাট
प्रविष्टि तिथि:
10 AUG 2025 12:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক গুজরাটের বন ও পরিবেশ দপ্তরের সহযোগিতায় আজ গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যে পালন করল বিশ্ব সিংহ দিবস ২০২৫। উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব এবং গুজরাটের বন মন্ত্রী শ্রী মুলুভাই বেরা, সাংসদ, বিধায়ক এবং অন্য জন প্রতিনিধিগণ।
সমাবেশে ভাষণে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব ভারতে সিংহের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। ২০২০-তে ৬৭৪ থেকে এই সংখ্যা বেড়ে হয়েছে ৮৯১। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব আরও বলেন, “এশিয়াটিক লায়ন (প্যান্থেরা লিও পার্সিকা) সফল বন্যপ্রাণ সংরক্ষণের আন্তর্জাতিক প্রতীক এবং এই বিশ্ব সিংহ দিবসে আমরা তাদের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি উদযাপন করি। ১৯৯০-তে মাত্র ২৮৪টি সিংহ ছিল, সেটি এই ২০২৫-এ বেড়ে হয়েছে ৮৯১ – ২০২০-র তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি এবং গত এক দশকে ৭০ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে”।
সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য আখ্যা দিয়ে মন্ত্রী এর কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বকে, যিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট লায়নে অগ্রাধিকার দিয়েছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব প্রত্যেক বনাধিকারিক, বন্যপ্রাণ প্রেমিক, পরিবেশ প্রেমিককে অভিনন্দন জানান এই সাফল্যে তাঁদের ভূমিকার জন্য। তিনি বলেন, “এটা আন্তরিকভাবে উল্লেখ করার যে, এই উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে সমন্বিত ইচ্ছা, নিষ্ঠা এবং সহাবস্থানের নীতিতে প্রোথিত আদর্শের মাধ্যমে”।
প্রধানমন্ত্রী পুনরায় জানান, বিকশিত ভারত গঠনে সরকারের দায়বদ্ধতার কথা, যেখানে মানুষ এবং বন্যপ্রাণী একসঙ্গে বেড়ে উঠবে, যাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণের গতি ধরে রাখা নিশ্চিত হয়।
শ্রী যাদব আরও বলেন, “এটা জাতীয় গৌরবের বিষয় যে, বর্তমানে সারা বিশ্বে একমাত্র গুজরাটের গিরেই এশিয়াটিক লায়ন আছে। আমাদের অদম্য সংরক্ষণের প্রয়াস এক দশকে তাদের সংখ্যা দ্বিগুণ করেছে। আশা যুগিয়েছে আন্তর্জাতিক বন্যপ্রাণ সুরক্ষার। আজকের এই উদ্বোধন সকলকে অনুপ্রেরণা দিক এই রাজকীয় প্রাণীর রক্ষায় – যা গুজরাটের ঐতিহ্য এবং ভারতের পরিবেশগত শক্তির একটি প্রকৃত প্রতীক”।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এশিয়াটিক লায়নের সুরক্ষা এবং বৃদ্ধিতে গুজরাটের দায়বদ্ধতার কথা জানিয়ে বলেন, এই বিশিষ্ট প্রাণীর আন্তর্জাতিক বাসস্থান হয়ে এই রাজ্য কাজ করে যাবে।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী পথনির্দেশিকায় সাম্প্রতিক বছরগুলিতে গুজরাটের সিংহের সংখ্যা ৬৭৪ থেকে বেড়ে ৮৯১ হয়েছে বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি এবং সুস্থায়ী সামাজিক অংশগ্রহণে।
শ্রী ভূপেন্দ্র প্যাটেল উল্লেখ করেন, নতুন বাসস্থান তৈরি, উন্নত প্রাণী চিকিৎসা ব্যবস্থা এবং ১৮০ কোটি টাকা মূল্যের ইকো ট্যুরিজম পরিকাঠামো রাজ্যে সিংহ সংরক্ষণে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠেছে। তিনি বলেন, ১৪৩ বছর পরে সিংহেরা ফিরে এসেছে বরদা অঞ্চলে। পরিবেশগত সাম্য রক্ষা পেয়েছে এবং রাজ্যের প্রাকৃতিক ঐতিহ্যে নতুন সংযোজন ঘটিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, গুজরাট সব সময়েই অতি সক্রিয়ভাবে বাসস্থান ব্যবস্থাপনা, মানুষ-বন্যপ্রাণ সংঘাত হ্রাস এবং স্থানীয় মানুষের জীবন জীবিকার সুবিধার জন্য কাজ করে যাবে, যাতে এশিয়াটিক লায়নের গর্জন গুজরাটের গর্ব এবং ভারতের ঐতিহ্য হয়ে থেকে যাবে।
মুখ্যমন্ত্রী বন দপ্তর, স্থানীয় সম্প্রদায় এবং সংরক্ষণ সহযোগীদের এই মাইলফলক অর্জনে তাদের ভূমিকার জন্য অভিনন্দন জানান।
বিশ্ব সিংহ দিবস প্রতি বছর পালিত হয় ১০ অগাস্ট, যার লক্ষ্য সারা বিশ্বে সিংহের সংরক্ষণ এবং সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি। গুজরাটে এশিয়াটিক লায়ন একটি অভিনব প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদ, যা শুধুমাত্র পাওয়া যায় সৌরাষ্ট্র অঞ্চলে। প্রজেক্ট লায়ন এবং গুজরাট সরকারের নেতৃত্বে মন্ত্রক এবং রাজ্যের ধারাবাহিক প্রয়াস এই বিশিষ্ট প্রাণীর বেঁচে থাকা এবং বৃদ্ধি সুনিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।
২০২০-র ১৫ অগাস্ট, ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়াটিক লায়নের দীর্ঘ মেয়াদী সংরক্ষণ সুনিশ্চিত করতে প্রজেক্ট লায়নের ঘোষণা করেছিলেন। ভারত সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক সিংহ সংরক্ষণে মোট ২৯২৭.৭১ কোটি টাকার বাজেটে ১০ বছরের প্রজেক্ট অনুমোদন করে। মন্ত্রক এই উদ্দেশ্যে জুনাগড় জেলায় নিউ পিপিলিয়াতে রাজ্য সরকারের দেওয়া ২০.২৪ হেক্টর জমিকে রেফারেল সেন্টার ফর ওয়াইল্ডলাইফ হেলথ কেয়ার স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। এই প্রকল্পের কাজ এখন চলছে।
গুজরাটের সৌরাষ্ট্রের ১১টি জেলা জুড়ে ধুমধামের সঙ্গে বিশ্ব সিংহ দিবস পালন করা হয় জঙ্গলের রাজার সংরক্ষণ এবং সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে। এই রাজকীয় প্রাণীটি সৌরাষ্ট্রের ১১টি জেলায় প্রায় ৩৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা প্রাকৃতিক বাসস্থানে নির্ভয়ে ঘোরাফেরা করে। বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য পোর বন্দর এবং দেবভূমি দ্বারকা জেলার ১৯২.৩১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বরদা এখন এশিয়াটিক লায়নের দ্বিতীয় ঘর। স্বাভাবিক পরিযায়ী বৃত্তিতে ২০২৩-এ কয়েকটি সিংহ এসে বাসা বাঁধে এখানে। সেই সংখ্যা এখন বেড়ে হয়েছে ১৭, যার মধ্যে ৬টি পূর্ণ বয়স্ক এবং ১১টি শিশু। ২৪৮ হেক্টর জুড়ে একটি সাফারি পার্ক গড়ে তোলার পরিকল্পনা আছে, যার জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। বরদা সাফারি পার্ক এবং চিড়িয়াখানার উন্নয়নে নীতিগত অনুমোদন দিয়েছে ভারত সরকার।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2154998)
आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam