পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বই সিংহের জয়ের পিছনে গর্জন করছে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব
২০২৫ সালে সিংহের সংখ্যা বেড়ে ৮৯১টি হয়েছেঃ শ্রী ভূপেন্দ্র যাদব
Posted On:
10 AUG 2025 12:47PM by PIB Agartala
নতুনদিল্লি, ১০ আগষ্ট, ২০২৫।। গুজরাট সরকারের বন ও পরিবেশ বিভাগের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, আজ গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশ্ব সিংহ দিবস - ২০২৫ উদযাপন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, গুজরাটের বনমন্ত্রী শ্রী মুলুভাই বেরা, সংসদ সদস্য, রাজ্যের বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা৷
এই উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতে সিংহের সংখ্যা ২০২০ সালের ৬৭৪টি থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৮৯১-এ পৌঁছেছে৷ এরজন্য আনন্দ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব আরও বলেন, "এশীয় সিংহ (প্যানথেরা লিও পারসিকা) সফল বন্যপ্রাণী সংরক্ষণের একটি বিশ্বজনীন প্রতীক এবং এই বিশ্ব সিংহ দিবসে, আমরা তাদের অসাধারণ বৃদ্ধি উদযাপন করছি। তিনি জানান, ১৯৯০ সালে মাত্র ২৮৪টি সিংহ ছিল, যা ২০২৫ সালে বেড়ে ৮৯১-এ দাঁড়িয়েছে, অর্থাৎ ২০২০ সালের পর থেকে ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং গত দশকের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি হয়েছে৷

একে "সংরক্ষণের এক বিস্ময়কর সাফল্য" বলে অভিহিত করে মন্ত্রী এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বকে কৃতিত্ব দেন, যিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রকল্প সিংহকে একটি অগ্রাধিকারমূলক কর্মক্ষেত্রে পরিণত করেছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব এই সাফল্যের গল্পে ভূমিকা রাখার জন্য সমস্ত বন কর্মকর্তা, বন্যপ্রাণী প্রেমী এবং পরিবেশ উৎসাহীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এটা আনন্দের বিষয় যে সম্মিলিত ইচ্ছাশক্তি, নিষ্ঠা এবং সহাবস্থানের নীতির মাধ্যমে এই অসাধারণ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে৷
মন্ত্রী এমন একটি বিকশিত ভারত গড়ে তোলার প্রতি সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন যেখানে মানুষ এবং বন্যপ্রাণী একসাথে বিকশিত হয়, এবং এটা নিশ্চিত করে যে সংরক্ষণের গতি আগামী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে।
শ্রী যাদব আরও বলেন, “এটা অত্যন্ত জাতীয় গর্বের বিষয় যে আজ যদি বিশ্বের কোথাও এশীয় সিংহের অস্তিত্ব থাকে, তবে তা গুজরাটের গিরে। আমাদের নিরলস সংরক্ষণ প্রচেষ্টায় গত দশকে তাদের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা বিশ্বব্যাপী বন্যপ্রাণী সুরক্ষার আশা জাগিয়েছে। তিনি বলেন, আজকের উদ্বোধন সকলকে এই মহিমান্বিত প্রাণীটিকে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করুক, যা গুজরাটের ঐতিহ্য এবং ভারতের পরিবেশগত শক্তির প্রকৃত প্রতীক।
6PY5.jpeg)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এশিয়াটিক সিংহের সংখ্যার সুরক্ষা এবং বৃদ্ধির জন্য গুজরাটের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন যে, রাজ্যটি এই প্রতীকী প্রজাতির বিশ্বব্যাপী আবাসস্থল হিসেবে কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নির্দেশনায়, বৈজ্ঞানিক সংরক্ষণ ব্যবস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলিতে গুজরাটে সিংহের সংখ্যা ৬৭৪ থেকে বেড়ে ৮৯১ হয়েছে।

শ্রী ভূপেন্দ্র প্যাটেল উল্লেখ করেছেন যে, ১৮০ কোটি টাকার নতুন আবাসস্থল, উন্নত পশুচিকিৎসা সেবা সুবিধা এবং ইকো-ট্যুরিজম পরিকাঠামোর উদ্বোধন রাজ্যে সিংহ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, ১৪৩ বছর পর, সিংহরা বারদা অঞ্চলে ফিরে এসেছে - পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করছে এবং রাজ্যের প্রাকৃতিক ঐতিহ্যে যোগ দিয়েছে৷
তিনি জোর দিয়ে বলেন, গুজরাট স্থানীয় সম্প্রদায়ের জন্য সক্রিয় আবাসস্থল ব্যবস্থাপনা, মানুষ-বন্যপ্রাণী সংঘাত প্রশমন এবং জীবিকা নির্বাহের সুযোগ তৈরিতে নেতৃত্ব প্রদান অব্যাহত রাখবে, যাতে এশীয় সিংহের গর্জন গুজরাটের গর্ব এবং ভারতের ঐতিহ্য হিসেবে রয়ে যায়।
মুখ্যমন্ত্রী এই মাইলফলক অর্জনের জন্য বন বিভাগ, স্থানীয় সম্প্রদায় এবং সংরক্ষণ অংশীদারদের ভূমিকার প্রশংসা করেছেন৷
প্রতি বছর ১০ আগস্ট পালিত বিশ্ব সিংহ দিবসের লক্ষ্য বিশ্বব্যাপী সিংহ সংরক্ষণ এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। গুজরাটে, এশিয়াটিক সিংহ একটি অনন্য পরিবেশগত এবং সাংস্কৃতিক সম্পদ, যা কেবল সৌরাষ্ট্র অঞ্চলে পাওয়া যায়। প্রকল্প সিংহের অধীনে মন্ত্রক এবং রাজ্যের ধারাবাহিক প্রচেষ্টা এবং গুজরাট সরকারের নেতৃত্বে এই প্রতীকী প্রজাতির বেঁচে থাকা এবং বৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
১৫ আগস্ট, ২০২০ তারিখে, লাল কেল্লা থেকে ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান সিংহদের দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করার জন্য প্রকল্প সিংহ ঘোষণা করেছিলেন। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সিংহ সংরক্ষণের জন্য মোট ২,৯২৭.৭১ কোটি টাকার একটি ১০ বছর মেয়াদী প্রকল্প অনুমোদন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক কর্তৃক বন্যপ্রাণী স্বাস্থ্যসেবার জন্য একটি জাতীয় রেফারেল সেন্টার অনুমোদন করা হয়েছে, যার জন্য রাজ্য সরকার জুনাগড় জেলার নিউ পিপলিয়ায় ২০.২৪ হেক্টর জমি বরাদ্দ করেছে। প্রকল্পটি বর্তমানে অগ্রগতির পথে।
‘জঙ্গলের রাজা’ - এশিয়াটিক সিংহের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গুজরাটের সৌরাষ্ট্রের ১১টি জেলায় ‘বিশ্ব সিংহ দিবস’ উদযাপনের জমকালো আয়োজন করা হয়েছিল। সৌরাষ্ট্রের ১১টি জেলায় প্রায় ৩৫,০০০ বর্গকিলোমিটার জুড়ে এই প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবাধে বিচরণ করে। ২০২০ সাল থেকে গুজরাটে সিংহের সংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের ৬৭৪টি থেকে বেড়ে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ৮৯১টি হয়েছে।
বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যটি পোরবন্দর এবং দেবভূমি দ্বারকা জেলা জুড়ে ১৯২.৩১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বরদা এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে আবির্ভূত হচ্ছে। ২০২৩ সালে এই অঞ্চলে সিংহের প্রাকৃতিক স্থানান্তরের পর, সিংহের সংখ্যা বেড়ে ১৭টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে ৬টি প্রাপ্তবয়স্ক এবং ১১টি শাবক রয়েছে। অভয়ারণ্যটি একটি উল্লেখযোগ্য জীববৈচিত্র্যপূর্ণ হটস্পট এবং এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। দ্বারকা-পোরবন্দর-সোমনাথ পর্যটন সার্কিটের আশেপাশে হওয়ায়, বরদা এলাকায় পর্যটনের একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। প্রায় ২৪৮ হেক্টর এলাকায় একটি সাফারি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে যার জন্য রাজ্য সরকার জমি বরাদ্দ করেছে। অনুষ্ঠানে প্রায় ১৮০.০০ কোটি টাকার বন্যপ্রাণী সংরক্ষণের কাজও উদ্বোধন করা হবে।
ভারত সরকার বারদা সাফারি পার্ক এবং চিড়িয়াখানার উন্নয়নের জন্য নীতিগত অনুমোদনও দিয়েছে, যা এই অঞ্চলে ইকোট্যুরিজমকে শক্তিশালী করবে এবং বারদা অঞ্চলে সিংহ সংরক্ষণ প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করবে। বৃহত্তর গির লায়ন ল্যান্ডস্কেপের ১১টি জেলার স্কুল ও কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থী স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। ২০২৪ সালে, বিশ্ব সিংহ দিবসে ১৮.৬৩ লক্ষ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।
* **
KMD/DM
(Release ID: 2154925)