প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেছেন
Posted On:
11 AUG 2025 11:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ ৭ বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি কর্তব্য পথে কর্তব্য ভবন নামে পরিচিত সাধারণ কেন্দ্রীয় সচিবালয়ের উদ্বোধন করেছেন। আজ সাংসদদের জন্য নব নির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের ৪টি গুরুত্বপূর্ণ নদী কৃষ্ণা, গোদাবরী, কোশী এবং হুগলী নদীর নামে নামকরণ করা এই কমপ্লেক্সের ৪টি টাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে জীবনদায়ী এই নদীগুলি এখন সাংসদদের জীবনে আনন্দের নতুন ধারা প্রবাহিত করবে। প্রধানমন্ত্রী বলেন, নদীর নামে নামকরণ করা এই ভবনগুলি ঐক্যের সূত্রে আবদ্ধ করবে। এই ভবন দিল্লির সাংসদদের জীবনযাত্রা সহজ করবে। তিনি বলেন, দিল্লির সাংসদদের জন্য সরকারি আবাসন লাভ করা এখন সহজ হবে। প্রধানমন্ত্রী সব সাংসদদের অভিনন্দন জানান এবং এই আবাসন নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের প্রশংসা করেন। প্রকল্পটি সম্পন্ন করতে তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেন, সাংসদদের জন্য নবনির্মিত আবাসিক কমপ্লেক্সের একটি নমুনা ফ্ল্যাট পরিদর্শনের সুযোগ হয়েছে তাঁর। সাংসদদের পুরনো বাসস্থানের অবস্থাও পর্যবেক্ষণ করেছেন তিনি। সেগুলি যথাযথ মানসম্পন্ন না হওয়ায় সাংসদদের ঘন ঘন নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, নতুন এই ফ্ল্যাটগুলিতে সাংসদরা সেইসব সমস্যা থেকে মুক্ত হবেন। তাঁরা জনসাধারণের উদ্বেগ সমাধানে আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হবেন।
দিল্লিতে প্রথমবার নির্বাচিত সাংসদদের আবাসন পেতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তা স্বীকার করে নিয়ে শ্রী মোদী বলেন, নবনির্মিত এই ভবনগুলি সেই সমস্যা দূর করতে সাহায্য করবে। তিনি বলেন, ১৮০ জনেরও বেশি সাংসদ এই বহুতল ভবনগুলিতে বসবাস করতে পারবেন। কর্তব্য ভবন উদ্বোধনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকটি মন্ত্রক ভাড়া করা বাড়ি থেকে পরিচালিত হচ্ছে, যার জন্য বার্ষিক ১,৫০০ কোটি টাকা ভাড়া দিতে হয়। এই অর্থ জনসাধারণের তহবিলের সরাসরি অপচয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সাংসদদের আবাসনের অভাবও সরকারি ব্যয় বৃদ্ধি করেছে। সাংসদদের আবাসনের অভাব থাকা সত্ত্বেও ২০০৪-২০১৪ সাল পর্যন্ত একটি আবাসনও তৈরি করা হয়নি। ২০১৪ সালের পর বর্তমান সরকার এই কাজকে একটি মিশন হিসেবে গ্রহণ করেছে এবং এ পর্যন্ত সাংসদদের জন্য প্রায় ৩৫০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কর্তব্য পথে এবং কর্তব্য ভবন নির্মাণের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের কাছে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের দায়িত্বও পালন করছে সরকার। দেশ যখন সাংসদদের জন্য নতুন আবাসন তৈরি করে, তখন একইসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৪ কোটি দরিদ্র পরিবারের জন্য বাড়ির মালিকানাপ্রাপ্তিকেও সহজতর করে। শ্রী মোদী বলেন, নতুন সংসদ ভবন নির্মাণের পাশাপাশি শত শত নতুন মেডিক্যাল কলেজও প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগগুলির সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাচ্ছে।
শ্রী মোদী বলেন, সাংসদদের নব-নির্মিত বাসস্থানগুলি দেশের পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী, আবাসন কমপ্লেক্সে সৌরশক্তি চালিত পরিকাঠামো অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করেন।
নতুন আবাসিক কমপ্লেক্সের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী সাংসদদের কাছে কয়েকটি আবেদন করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের সাংসদরা এখন একসঙ্গে বসবাস করবেন। তাঁদের উপস্থিতি, “এক ভারত শ্রেষ্ঠ ভারত”-এর চেতনার প্রতীক হয়ে উঠবে। শ্রী মোদী এই কমপ্লেক্সের আঞ্চলিক উৎসবগুলি সম্মিলিতভাবে উদযাপনের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী সাংসদদের একে অপরের আঞ্চলিক ভাষা শেখার আহ্বান জানান। তিনি বলেন, এই বাসস্থানগুলি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রধানমন্ত্রী পরিশেষে বলেন, সাংসদরা একত্রে একটি দল হিসেবে কাজ করবেন এবং তাঁদের সম্মিলিত প্রচেষ্টা সমগ্র জাতির জন্য একটি রোলমডেল হিসেবে কাজ করবে। তিনি সাংসদদের অভিনন্দন জানান।
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেক্ষাপট
নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ ৭ বহুতল ফ্ল্যাটের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী আবাসিক প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ করেন। তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এই আবাসনটি দিব্যাঙ্গ বান্ধব এবং প্রতিটি ইউনিটে ৫০০০ বর্গফুট কার্পেট এরিয়া রয়েছে। ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থায় নির্মিত হয়েছে আবাসনটি।
SC/PM/NS
(Release ID: 2154989)
Read this release in:
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam