সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের সংসদীয় পরামর্শ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

Posted On: 05 AUG 2025 9:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫ 

 

নতুন দিল্লিতে আজ সমবায় মন্ত্রকের সংসদীয় পরামর্শ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল, শ্রী মুরলীধর মোহল, কমিটির সদস্যরা এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। 
সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মন্ত্রক দেশের সমবায় সংস্থাগুলিকে সফল বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে দায়বদ্ধ। আগামী ৫ বছরে সারা দেশে বহু উদ্দেশ্যসাধক ২ লক্ষ সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৩৯৫টি নতুন সমবায় সমিতি গড়ে উঠেছে। ৬ হাজার ১৮২টি বহু উদ্দেশ্যসাধক প্রাথমিক কৃষি ঋণদান সমিতি, ২৭ হাজার ৫৬২টি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি এবং ১ হাজার ৬৫১টি মৎস্যচাষ সমবায় সমিতি রয়েছে এর মধ্যে। 
সমবায় ক্ষেত্র দেশের ভূমিহীন দরিদ্র মানুষের সামনে সমৃদ্ধির পথ খুলে দিতে পারে বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সমবায় ব্যবস্থাপনাকে জোরদার করতে জাতীয় স্তরেও এই ধরনের সমিতি গড়ে তোলা হচ্ছে। ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক লিমিটেড কৃষকদের উৎপাদিত জৈব পণ্যের শংসা প্রদান, ব্র্যান্ডিং এবং বিপণনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত। কৃষকদের উৎপাদিত পণ্য রপ্তানির প্রসারে কাজ করে চলেছে ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড। ভারতীয় বীজ সহকারী সমিতি এদেশে চিরাচরিত কৃষি বীজের সংরক্ষণের কাজ নিশ্চিত করছে। 
দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে আরও জোরদার করে তোলার কথা বলেন সমবায় মন্ত্রী। গ্রামীণ উৎপাদনে গতি আনতে বিগত চার বছরে প্রাথমিক কৃষি ঋণদান সমিতিগুলিকে শক্তিশালী করে তোলায় ১০০রও বেশি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। জাতীয় সমবায় সমিতি ২০২৫ দেশে সমবায় ব্যবস্থাপনার প্রসারে সার্বিক একটি রূপরেখা তুলে ধরেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট প্রোগ্রাম – এর মতো উদ্যোগ তৃণমূল স্তরে সমবায় পরিমণ্ডলকে আরও বিকশিত করবে বলে সমবায় মন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ৫ বছরে শ্বেত বিপ্লব ২.০’র আওতায় দুগ্ধ ক্রয় ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে বলে শ্রী শাহ জানান। 
বৈঠকে বিগত চার বছরের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিশদ খতিয়ান পেশ করা হয়। আন্তঃমন্ত্রক কমিটি, জাতীয় স্তরের সমন্বায়ক সমিতি এবং রাজ্য ও জেলাস্তরে সমবায় বিকাশ সমিতি গড়ে তুলে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়। 
সংসদীয় আইনের মাধ্যমে গড়ে তোলা ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় দেশে সমবায় সংক্রান্ত পাঠদান ও গবেষণার ক্ষেত্রে জাতীয় স্তরে বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। 

 

SC/AC/SB


(Release ID: 2152921)