প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী শিবু শোরেন জি-র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 04 AUG 2025 10:21AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী শিবু শোরেন জি-র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। জনজাতি সমাজ, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে তাঁর আন্তরিকতার প্রশংসা করেছেন শ্রী মোদী।

এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন:

“শ্রী শিবু শোরেন জি ছিলেন তৃণমূল স্তরের নেতা। যিনি মানুষের প্রতি অদম্য নিষ্ঠা নিয়ে সাধারণ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছিলেন। তিনি বিশেষ করে ভাবিত ছিলেন জনজাতি সমাজ, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের ক্ষমতায়নের জন্য। তাঁর প্রয়ানে দুঃখিত। তাঁর পরিবার ও ভক্তদের পাশে আছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত শোরেন জি-র সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা প্রকাশ করেছি। ওঁ শান্তি।”

 


SC/AP/SKD


(Release ID: 2152052)