প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

শিবু সোরেনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 04 AUG 2025 10:21PM by PIB Agartala

নয়াদিল্লি: ৪ জুলাই,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিবু সোরেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী আদিবাসী সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য তাঁর ভূমিকার প্রশংসা করেন।

এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন,

"শিবু সোরেন জী একজন তৃণমূল স্তরের নেতা ছিলেন। যিনি জনগণের মাঝে থেকে তাদের জন্য সর্বদা অবিচলভাবে নিষ্ঠা সহকারে কাজ করে নেতৃত্বের স্থানে উঠে আসেন। তিনি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নে আন্তরিক ছিলেন। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। প্রয়াতের পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সহমর্মিতা রইল।ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে শোক ও সমবেদনা জানাই। ওম শান্তি।"

*****

KMD/PS (Release ID:2152017)


(Release ID: 2152057)
Read this release in: English