প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২ অগাস্ট বারাণসী সফর করবেন
Posted On:
31 JUL 2025 6:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৫
উত্তর প্রদেশের বারাণসীতে ২ অগাস্ট প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে সমাবেশে ভাষণও দেবেন তিনি।
এইসব প্রকল্প পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, নগরোন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, সংযোগ এবং সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন সংক্রান্ত।
বারাণসীতে সড়ক সংযোগের প্রসারে নিজের দায়বদ্ধতার প্রতিফলন অনুযায়ী, প্রধানমন্ত্রী বারাণসী – ভাদোহি এবং চিট্টাউনি – শূল তাঙ্কেশ্বর সড়ক সম্প্রসারণ প্রকল্পের পাশাপাশি, হারদাতপুরে একটি রেল ওভার ব্রীজের উদ্বোধন করবেন। এছাড়াও, ডালমান্ডি, লাহারকাটারা – কোটোয়া, গঙ্গাপুর, বাবদপুরে বেশ কয়েকটি সড়ক প্রকল্পের সূচনাও হবে ঐ দিন। কৈলাশপুর ইয়ার্ডের লেভেল ক্রসিং – এ একটি ওভার ব্রীজ প্রকল্পও এর মধ্যে রয়েছে।
ঐ অঞ্চলের বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করতে ৮৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
বারাণসী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পর্যটন প্রসারের লক্ষ্যে প্রধানমন্ত্রী ৮টি নদীঘাটের সংস্কার, কালীকাধামের উন্নয়ন, দুর্গাকুন্ডের জল পরিশোধন সম্পর্কিত একাধিক প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে – লামাহি’তে মুন্সি প্রেমচাঁদের পৈত্রিক ভিটে এবং সংগ্রহশালার সংস্কার সংক্রান্ত প্রকল্প।
ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন জলাশয়ের সংরক্ষণে রামকুন্ড, মন্দাকিনী, শঙ্কুলধারা সহ বিভিন্ন কুন্ডের জল পরিশোধন সংক্রান্ত কাজেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। জল জীবন মিশন – এর আওতায় ৪৭টি গ্রামীণ পানীয় জল প্রকল্পের কাজেরও সূচনা হবে ঐ দিন।
বারাণসী পুর এলাকায় ৫৩টি বিদ্যালয় ভবন উন্নয়নের পাশাপাশি একটি নতুন জেলা গ্রন্থাগারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মহাত্মা পণ্ডিত মদন মোহন মালব্য ক্যান্সার সেন্টার এবং হোমি ভাবা ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবস্থাপনার সূচনার পাশাপাশি একটি হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
বারাণসীতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকর স্পোর্টস স্টেডিয়ামে একটি সিন্থেটিক হকি টার্ফের উদ্বোধন করবেন। রামনগরে প্রাদেশিক সশস্ত্র বাহিনীর ৩০০ আসনবিশিষ্ট বহু উদ্দেশ্যসাধক কক্ষ এবং আপৎকালীন পরিষেবা বাহিনীর একটি ব্যারাকের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
পিএম কিষাণ – এর আওতায় ২০তম কিস্তিতে ৯.৭ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার ৫০০ কোটি টাকারও বেশি পাঠাবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী।
এছাড়াও, দিব্যাঙ্গ এবং প্রবীণদের সরঞ্জাম বিতরণ সহ আরও নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
SC/AC/SB
(Release ID: 2151335)
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam