যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কার্গিল জয়ের ২৬ বছর পূর্তি উপলক্ষে ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পদযাত্রার আয়োজন করবে মাই ভারত যুব স্বেচ্ছাসেবকরা
Posted On:
25 JUL 2025 11:12AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২৫
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের তত্বাবধানে মাই ভারত (মেরা যুব ভারত) ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের বিজয়ের ২৬ বছর পূর্তি উপলক্ষে ২৬ জুলাই ২০২৫ তারিখে কার্গিলের দ্রাসে ‘কার্গিল বিজয় দিবস পদযাত্রা’র আয়োজন করবে।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়ার নেতৃত্বে এই পদযাত্রা হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। এই পদযাত্রায় ১০০০-এর বেশি যুবক, প্রবীণ সৈনিক, সশস্ত্র বাহিনীর সদস্য, শহীদদের পরিবার এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত থাকবেন।
দ্রাসের হিমাবাস পাবলিক হাইস্কুলের মাঠ থেকে সকাল ৭টায় এই পদযাত্রা শুরু হবে। ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে ভীমবেতের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তা শেষ হবে।
পদযাত্রার পর কেন্দ্রীয় মন্ত্রীরা ১০০ জন যুব স্বেচ্ছাসেবককে নিয়ে কার্গিল স্মৃতিসৌধে যাবেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মবলিদান দেওয়া সৈনিকদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
এই উপলক্ষ্যে ২৬ জন মহিলা বাইকচালককেও সম্বর্ধনা জানানো হবে। থাকবে ‘এক পেড় মা কে নাম’ অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া পদযাত্রার আগে মাই ভারত প্রবন্ধ লেখা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
SC/PM/NS…
(Release ID: 2148358)