প্রধানমন্ত্রীরদপ্তর
দক্ষিণ কোরিয়ার বিশেষ দূতদের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে
Posted On:
17 JUL 2025 6:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৫
কিম বু কিয়ুম-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার (আরওকে) বিশেষ দূতদের একটি প্রতিনিধিদল আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি জায়েমিয়ং লি-র সঙ্গে তাঁর সাম্প্রতিক ইতিবাচক সাক্ষাতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী ১০ বছর পূর্ণ হওয়া ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি উদ্ভাবন, প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অংশীদারিত্ব অব্যাহত রেখে তা আরও বাড়ানোর কথা তুলে ধরেছেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন :
“কিম বু কিয়ুম-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূতদের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত। গত মাসে রাষ্ট্রপতি @Jaemyung_Lee-এর সঙ্গে আমার ইতিবাচক সাক্ষাতের কথা স্মরণ করছি। ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে ১০ বছর পূর্ণ হওয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্ব যা উদ্ভাবন, প্রতিরক্ষা থেকে জাহাজ নির্মাণ এবং সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে গতিশীলতার দিকে বিকশিত হচ্ছে। দুই গণতন্ত্রিক দেশের মধ্যে নিবিড় সহযোগিতা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখবে।”
SC/SS/NS
(Release ID: 2145730)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam