কেন্দ্রীয়মন্ত্রিসভা
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাব
Posted On:
16 JUL 2025 3:02PM by PIB Kolkata
মহাকাশ যাত্রা সমাপ্ত করে ১৫ জুলাই, ২০২৫ তারিখে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতের সীমাহীন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই মুহূর্তটি সারা দেশের প্রতিটি মানুষের গর্ব ও আনন্দের।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সাফল্যের সঙ্গে ১৮ দিনের কাজ সমাপ্ত করে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার পৃথিবীতে প্রত্যাবর্তনের উদযাপনে সারা দেশের সঙ্গে যোগ দিচ্ছে মন্ত্রিসভা।
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা’কে মিশন পাইলট হিসেবে অন্তর্ভুক্ত করে ২০২৫ – এর ২৫ জুন শুরু হওয়া এই অভিযান এক বিশেষ অধ্যায়। এই প্রথম কোনও ভারতীয় মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেলেন। ভারতের মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে এ এক নতুন অধ্যায়ের সূচনা এবং আমাদের ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচির প্রেক্ষিতে এক স্বর্ণোজ্জ্বল মুহূর্ত।
মন্ত্রিসভা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং আমাদের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কুর্নিশ জানায়, যাঁদের ধারাবাহিক প্রচেষ্টা এই সাফল্য এনে দিয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকাকালীন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা অ্যাক্সিয়ম-৪ এবং এক্সপিডিশন-৭৩ এর সহ-মহাকাশচারীদের সঙ্গে অক্লান্তভাবে কাজ করে গেছেন, যা আন্তর্জাতিক ক্ষেত্রে মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ডে সহযোগিতার পরিসরে ভারতের নেতৃত্ব ক্রমে আরও জোরাল হয়ে ওঠার বার্তা দেয়।
প্রায় শূন্য অভিকর্ষ বলের পরিস্থিতিতে পেশী পুনর্গঠন, শৈবাল ও অণুজীবের বৃদ্ধি, অণুজীবের প্রাণ ধারণের ক্ষমতা, ফসল চাষের সম্ভাব্যতা, মহাকাশে মস্তিষ্কের সক্রিয়তা এবং সায়ানো ব্যাকটেরিয়ার আচরণ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এইসব পরীক্ষা-নিরীক্ষা মানব মহাকাশযানের যাত্রা এবং প্রায় শূন্য অভিকর্ষ বলের পরিস্থিতিতে বৈজ্ঞানিক ক্রিয়া-প্রতিক্রিয়ার বিষয়ে সারা বিশ্বের জ্ঞান ভাণ্ডার’কে সমৃদ্ধ করবে। এর পাশাপাশি, ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্যাদির সংস্থান সম্ভব করবে।
এই সফল অভিযান মহাকাশ পরিক্রমার ক্ষেত্রে আন্তর্জাতিক আঙিনায় ভারতের ভাবমূর্তি আরও অনেক উজ্জ্বল করে দিয়েছে। গগনযান এবং ভারতীয় অন্তরীক্ষ কেন্দ্র সহ ভারতের নিজস্ব মানব মহাকাশযান কর্মসূচিতে শুভাংশুর এই সাফল্য গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করবে।
মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ও দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ জানায়, যাঁর কৌশলগত দক্ষতা, মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভারতের সম্ভাবনার প্রতি আস্থা ও ধারাবাহিক দিক-নির্দেশ, মহাকাশ অভিযানে সক্ষম দেশগুলির মধ্যে ভারতকে নেতৃত্ব দিতে এবং সাফল্যের নতুন দিগন্ত খুঁজে নিতে সক্ষম করে তুলেছে।
মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক বিভিন্ন সাফল্য নিয়েও গর্বিত। এর মধ্যে রয়েছে – ২০২৩ – এর ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক অবতরণ। ঐ দিনটি ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে চিহ্নিত। ২০২৩ সালে সূচিত আদিত্য এল-১ অভিযানও সৌর কর্মকাণ্ড সম্পর্কে মানুষের জ্ঞান ভাণ্ডার’কে সমৃদ্ধ করেছে। এইসব সাফল্য বৈজ্ঞানিক সক্ষমতা এবং জাতির আত্মনির্ভর হয়ে ওঠার উদ্যোগের প্রতিফলন।
মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে সরকার ভারতের মহাকাশ অর্থনীতির অভূতপূর্ব বৃদ্ধি সম্ভব করে তুলেছে। এই ক্ষেত্রে প্রায় ৩০০টি নতুন স্টার্টআপ – এর উদ্ভব শুধুমাত্র কর্মসংস্থানেই গতি আনেনি, পুষ্ট করেছে উদ্ভাবনা, ঔদ্যোগিকতা এবং প্রযুক্তিচালিত বিকাশের অনন্য পরিমণ্ডলকে।
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার অভিযান কেবলমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের তরুণ প্রজন্মের সামনে নতুন প্রেরণার আলোকবর্তিকা। বৈজ্ঞানিক মনোভাব ও অনুসন্ধিৎসাকে প্রজ্জ্বলিত করে তা ভারতের অসংখ্যক যুবক-যুবতীকে উদ্বুদ্ধ করবে বিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নিতে ও উদ্ভাবনামূলক উদ্যোগে সামিল হতে।
মন্ত্রিসভা এই প্রত্যয় পুনর্ব্যক্ত করে যে, এই অভিযান প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারত – ২০৪৭ নাগাদ উন্নত ভারত গড়ে তুলতে দেশের উদ্যোগকে আরও প্রাণবন্ত করবে।
SC/AC/SB
(Release ID: 2145423)
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam