আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী ১৭ জুলাই, মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করবেন
Posted On:
15 JUL 2025 12:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী ১৭ জুলাই, নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করবেন। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল এবং প্রতিমন্ত্রী শ্রী তোখান সাহু উপস্থিত থাকবেন।
বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্নতা সমীক্ষা, স্বচ্ছ সর্বেক্ষণের এটি নবম সংস্করণ। এই অনুষ্ঠানে ভারতের পরিচ্ছন্নতম শহরগুলির নাম প্রকাশ করা হবে, স্বচ্ছ ভারত মিশন – নগরের আওতায় যেসব শহর অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের স্বীকৃতি জানানো হবে। এই বছর এই পুরস্কার দেওয়া হবে চারটি বিভাগে – (ক) সুপার স্বচ্ছ লিগ শহর, (খ) ৫টি জনসংখ্যাগত বিভাগের আওতায় শীর্ষ তিনটি পরিচ্ছন্ন শহর, (গ) বিশেষ বিভাগ : গঙ্গা শহর, ক্যানটনমেন্ট বোর্ড, সাফাই মিত্র সুরক্ষা, মহাকুম্ভ, (ঘ) রাজ্যস্তরের পুরস্কার – রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিশ্রুতি সম্পন্ন পরিচ্ছন্ন শহর। সব মিলিয়ে এই বছর মোট ৭৮টি পুরস্কার দেওয়া হবে।
স্বচ্ছ ভারত মিশন - শহরের আওতায় স্বচ্ছ সর্বেক্ষণ, ভারতের শহরাঞ্চলে পরিচ্ছন্নতার দিকে যাত্রার এক চালিকাশক্তি হয়ে উঠেছে। ২০১৬ সালে ৭৩টি পুরসভাকে দিয়ে যে প্রতিযোগিতার সূচনা হয়েছিল, আজ তা সাড়ে চার হাজারেরও বেশি শহরে ছড়িয়ে পরেছে। এই বছর এই পুরস্কার শুধু শীর্ষ স্বচ্ছ শহরগুলির উদযাপনই করবে না, একইসঙ্গে ছোট শহরগুলিকে স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করবে।
স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কারের মূল ভাবনা Reduce, Reuse, Recycle. ৪৫ দিন ধরে ৩ হাজারেরও বেশি সমীক্ষক দেশের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই সমীক্ষা চালিয়েছেন। অন্তর্ভুক্তিকরণ ও স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য ১১ লক্ষেরও বেশি পরিবারকে এই সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৪ সালের এই মূল্যায়ন জন অংশগ্রহণের দিক থেকে ঐতিহাসিক। মুখোমুখি, স্বচ্ছতা অ্যাপ, মাই গভ ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১৪ কোটিরও বেশি নাগরিক এতে অংশগ্রহণ করেছেন।
১০টি সুনির্দিষ্ট মাপকাঠি এবং ৫৪টি সূচকের মাধ্যমে শহরগুলির নিকাশী ও বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ চিত্র নিয়ে পরিচ্ছন্নতা ও পরিষেবা প্রদানের স্মার্ট এবং সুগঠিত দৃষ্টিভঙ্গির সন্ধান করা হয়েছে।
যেসব শহর পরিচ্ছন্নতার ক্ষেত্রে চমৎকার কাজ করছে, তাদের নিয়ে স্বচ্ছতা সর্বেক্ষণ ২০২৪-২৫-এ সুপার স্বচ্ছ লিগের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য দ্বিমুখী, এটি একদিকে যেমন প্রথমসারির শহরগুলিকে পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও উচ্চতর মান অর্জনের উৎসাহ যোগাচ্ছে, তেমনি অন্য শহরগুলিকে শীর্ষস্থানে পৌঁছবার প্রেরণা দিচ্ছে। এই লিগে সেইসব শহরকেই অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা গত ৩ বছরের মধ্যে অন্তত একবার প্রথম তিনটি শহরের মধ্যে এসেছে এবং বর্তমান বছরে তাদের নিজস্ব বিভাগে প্রথম ২০ শতাংশের মধ্যে রয়েছে।
এবারই প্রথম শহরগুলিকে জনসংখ্যার ভিত্তিতে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল – (১) খুব ছোট শহর – জনসংখ্যা ২০ হাজারের কম, (২) ছোট শহর – জনসংখ্যা ২০ হাজার থেকে ৫০ হাজার, (৩) মাঝারি শহর - জনসংখ্যা ৫০ হাজার থেকে ৩ লক্ষ, (৪) বড় শহর - জনসংখ্যা ৩ লক্ষ থেকে ১০ লক্ষ, (৫) ১০ লক্ষাধিক জনসংখ্যার শহর – যেখানে জনসংখ্যা ১০ লক্ষের বেশি। প্রতিটি বিভাগেই স্বচ্ছ শহরগুলিকে বেছে নিয়ে পুরস্কার দেওয়া হবে। এর ফলে, বড় শহরগুলির পাশাপাশি ছোট শহরগুলির সামনেও নিজেদের বিভাগে পুরস্কার জেতার সমান সুযোগ থাকবে।
SC/SD/SKD
(Release ID: 2144920)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
Tamil
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam