রেলমন্ত্রক
যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কোচগুলিতে রেলওয়ে সিসিটিভি ক্যামেরা লাগাবে
Posted On:
13 JUL 2025 4:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জুলাই ২০২৫
যাত্রী কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরীক্ষামূলক ফলাফলের ভিত্তিতে, রেলওয়ে সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। দুর্বৃত্তরা এবং সংগঠিত চক্রগুলি সরল যাত্রীদের সুযোগ নেয়। ক্যামেরার মাধ্যমে, এই ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। যাত্রীদের গোপনীয়তা রক্ষার স্বার্থে, দরজার কাছে সাধারণ চলাচলের জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং বিট্টু লোকোমোটিভ এবং কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করেছেন। ১২ জুলাই, ২০২৫ শনিবার অনুষ্ঠিত সভায় রেলওয়ে বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬০ ডিগ্রি ব্যাপক কভারেজ :
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে উত্তর রেলওয়ের লোকো ইঞ্জিন এবং কোচগুলিতে সফল পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী ৭৪,০০০ কোচ এবং ১৫,০০০ লোকোমোটিভের সবকটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুমোদন দিয়েছেন। প্রতিটি রেলওয়ে কোচে ৪টি গম্বুজ ধরণের সিসিটিভি ক্যামেরা থাকবে - প্রতিটি প্রবেশপথে ২টি এবং প্রতিটি লোকোমোটিভের ৬টি সিসিটিভি ক্যামেরা থাকবে। এর মধ্যে থাকবে লোকোমোটিভের সামনে, পিছনে এবং উভয় পাশে ১টি করে ক্যামেরা। একটি লোকোমোটিভের প্রতিটি ক্যাব (সামনে এবং পিছনে) ১টি গম্বুজযুক্ত সিসিটিভি ক্যামেরা এবং ২টি ডেস্ক মাউন্টেড মাইক্রোফোন।
আধুনিক সমস্যার জন্য আধুনিক নজরদারি :
কর্মকর্তারা জানিয়েছেন যে সিসিটিভি ক্যামেরাগুলিতে সর্বশেষ স্পেসিফিকেশন থাকবে এবং সেগুলি এসটিকিউসি সার্টিফাইড হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সেরা মানের সরঞ্জাম লাগানোর উপর জোর দিয়েছেন। তিনি রেলওয়ে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলমান ট্রেন এবং কম আলোতেও যাতে উচ্চমানের ফুটেজ পাওয়া যায় তা সুনিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী ইন্ডিয়াএআই মিশনের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা দ্বারা ধারণ করা ডেটাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অন্বেষণ করতে কর্মকর্তাদের উৎসাহিত করেছেন।
তথ্য গোপনীয়তা মূলে :
কোচগুলির সাধারণ চলাচলের জায়গাগুলিতে ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য হল যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা উন্নত করা। গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি, এই ক্যামেরাগুলি দুর্বৃত্তদের শনাক্ত করতে সাহায্য করবে। ভারতীয় রেলের আধুনিকীকরণ প্রচেষ্টা একটি নিরাপদ, সুরক্ষিত এবং যাত্রী-বান্ধব ভ্রমণ অভিজ্ঞতার প্রতি তাঁদের প্রতিশ্রুতির প্রতিফলন।
SC/SB/AS
(Release ID: 2144441)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam