প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর নামিবিয়া সফরে সাফল্যের তালিকা

Posted On: 09 JUL 2025 8:13PM by PIB Kolkata

নতুন দিল্লি ০৯ জুলাই ২০২৫ 

 


মউ/চুক্তিসমূহ

নামিবিয়ায় শিল্পোদ্যোগ বিকাশ কেন্দ্র স্থাপন নিয়ে মউ। 

স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ।

ঘোষণাসমূহ:

সিডিআরআই (কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার)-এ যোগদানের জন্য সম্মতিপত্র পেশ নামিবিয়ার।

বিশ্ব জৈব জ্বালানি জোটে যোগদানের জন্য সম্মতি পত্র পেশ নামিবিয়ার।


ইউপিআই প্রযুক্তি গ্রহণে বিশ্বের প্রথম দেশ হিসেবে লাইসেন্স-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর নামিবিয়ার।

 


 SC/MP/CS


(Release ID: 2143642)