তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রশাসনের বার্তা নাগরিকদের কাছে দ্রুত পৌঁছে দিতে বহুভাষিক মাল্টিমিডিয়া কন্টেট জেনারেশন সমাধান নিয়ে আসার জন্য ভারতের শীর্ষস্থানীয় এআই স্টার্ট আপগুলিকে আমন্ত্রণ জানিয়ে স্টার্ট আপ অ্যাক্সিলারেটর ওয়েভ এক্স “কলা সেতু”-র সূচনা করেছে

प्रविष्टि तिथि: 08 JUL 2025 2:26PM by PIB Kolkata

নতুন দিল্লি ০৮ জুলাই ২০২৫

 

ডিজিটাল শাসন ব্যবস্থার পথে ভারত যত অগ্রসর হচ্ছে, ততই নাগরিকদের সঙ্গে তাদের নিজস্ব ভাষায় দ্রুত ও কার্যকর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনের প্রথাগত পদ্ধতির বেশকিছু সীমাবদ্ধতা থাকায় তা বর্তমান যুগে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে মাত্রা, গতি ও বৈচিত্র্যে পিছিয়ে পড়ছে। ভারত সরকার অন্তর্ভুক্তিমুলক প্রযুক্তিচালিত সংযোগ স্থাপনের যে অঙ্গীকার নিয়েছে, তারসঙ্গে সাযুজ্য রেখে ভাষাগত বিভাজনের মধ্যে সেতুবন্ধন করতে পারে এবং দেশ জুড়ে প্রান্তিকতম মানুষটির কাছেও তথ্য পৌঁছে দিতে পারে, এমন কৃত্রিম মেধাভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে।

কলা সেতু: ভারতের জন্য তাৎক্ষণিক ভাষা প্রযুক্তি

অন্তর্ভুক্তিমূলক যোগাযোগের জন্য কৃত্রিম মেধার শক্তিকে কাজে লাগাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক তার ওয়েভ এক্স স্টার্ট আপ অ্যাক্সিলারেটর প্ল্যাটফর্মের মাধ্যমে “কলা সেতু-রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ টেক ফর ভারত” চ্যালেঞ্জের সূচনা করেছে। বিভিন্ন পাঠ্যবিষয় থেকে অডিও, ভিডিও ও গ্র্যাফিক কন্টেন্ট নানা ভারতীয় ভাষায় তৈরির দেশব্যাপী এই প্রয়াসে প্রথম সারির ভারতীয় এআই স্টার্ট আপগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই চ্যালেঞ্জে এমন সমাধান চাওয়া হয়েছে, যা এআই চালিত কন্টেন্ট জেনারেশনের তিনটি মূল ক্ষেত্রকে সমর্থন করবে। প্রথমত টেক্সট টু ভিডিও জেনারেশন- এক্ষেত্রে পাঠ্যবিষয় থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যাবে। পরিবেশের বিভিন্নতা ও প্রয়োজনীয়তা অনুসারে এটি বদলানো সম্ভব হবে। দ্বিতীয়ত টেক্সট টু গ্রাফিক্স জেনারেশন- এক্ষেত্রে পাঠ্যবিষয় থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্রাফিক্স ও ছবি তৈরি করা সম্ভব হবে, যাতে জটিল তথ্য সহজে বুঝতে সুবিধা হয় এবং তা মনোযাগ আকর্ষণ করে। তৃতীয়ত টেক্সট টু অডিও জেনারেশন- এক্ষেত্রে পাঠ্যবিষয় থেকে অডিও তৈরি হবে। অডিও তৈরির সময়ে আঞ্চলিক উচ্চারণ এবং বহুভাষিকতার বিষয়টি মাথায় রাখতে হবে।

নাগরিক কেন্দ্রিক প্রয়োগ

কলা সেতুর লক্ষ্য হল ডিজিটাল ভাষার বিভাজনকে সরিয়ে বিভিন্ন সরকারি তথ্য স্থানীয় ভাষায় গ্রাফিক্স, ভিডিও ও অডিও কন্টেন্টের মাধ্যমে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এটি কোনো কৃষকের জন্য আবহাওয়ার সতর্কবার্তা হতে পারে অথবা কোনো পড়ুয়ার পরীক্ষা সংক্রান্ত খবর কিংবা কোনো প্রবীণ নাগরিক এথেকে স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পে সম্পর্কে জানতে পারেন। এই প্রয়াসের মাধ্যমে শুধু যে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া হবে তাই নয়, এটি পাওয়া যাবে স্থানীয় ভাষায়।

কিভাবে আবেদন করতে হবে

স্টার্ট আপগুলি ওয়েভ এক্স পোর্টালে https://wavex.wavesbazaar.com কলা সেতু চ্যালেঞ্জ বিভাগে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদন করতে পারে। তাদের ৩০ জুলাই ২০২৫-এর মধ্যে একটি ভিডিও ডেমো জমা দিতে হবে। বাছাই হওয়া দলগুলি নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ের জুড়ির সামনে তাদের সমাধান উপস্থাপন করতে পারবে। বিজয়ীর সঙ্গে পূর্ণমাত্রায় উন্নয়নের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে। এক্ষেত্রে আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবি প্রয়োজনীয় সহায়তা দেবে। ওয়েভ এক্স ইনোভেশন প্ল্যাটফর্ম থেকেও যথাযথ সহায়তা পাওয়া যাবে।

ভাষা সেতু চ্যালেঞ্জ

চলতি বছরের ৩০ জুন ওয়েভ এক্স প্ল্যাটফর্মে ভাষা সেতু শীর্ষক অনুবাদ চ্যালেঞ্জের ঘোষণা করা হয়েছিল। স্টার্ট আপগুলি এখনও ২২ জুলাই ২০২৫ পর্যন্ত এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারে।

ভারত সরকার অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শাসন ব্যবস্থার জন্য এআই চালিত সমাধান প্রয়োগের যে দৃঢ় সংকল্প নিয়েছে, এই প্রয়াসগুলি তারই নিদর্শন।
 

 

SC/SD/CS


(रिलीज़ आईडी: 2143192) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Tamil , English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam