সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের হজ কমিটি হজ ২০২৬-এর আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে

Posted On: 08 JUL 2025 2:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২৫

 

ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের আওতাধীন ভারতের হজ কমিটি ২০২৬-এর হজ যাত্রার আবেদনপত্র গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে।

ইচ্ছুক পূণ্যার্থীরা সরকারি হজ পোর্টাল https://hajcommittee.gov.in-এ কিংবা আইওএস এবং অন্ড্রয়েড ফোনে ব্যবহারযোগ্য “HAJ SUVIDHA” মোবাইল অ্যাপ্লিকেশন মারফৎ আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা ৭ জুলাই, ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৫ রাত ১১-৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট সমস্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে দেখতে বলা হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য ভারতীয় আন্তর্জাতিক পাসপোর্ট পেতে হবে আবেদনকারীকে। মৃত্যু বা চিকিৎসা সংক্রান্ত আপৎকালীন পরিস্থিতি ছাড়া আবেদন ফিরিয়ে নিতে গেলে জরিমানার মুখে পড়তে হবে।

ভারত সরকার হজ যাত্রীদের সব ধরনের সহায়তায় প্রস্তুত।

বিশদ জানতে https://hajcommittee.gov.in –এই ওয়েবসাইট দেখুন।

 

SC/AC/DM/


(Release ID: 2143101)