প্রধানমন্ত্রীরদপ্তর
ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Posted On:
07 JUL 2025 5:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বার্মুডেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস্ শিখর সম্মেলনে শ্রী ডিয়াজ - ক্যানেলের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০২৩ সালে ব্রিকস্ সম্মেলনে কিউবা বিশেষ আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে উপস্থিত ছিল।
উভয় নেতা অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়নে অংশীদারিত্ব, ফিনটেক, দক্ষতা বিকাশ, বিজ্ঞান, প্রযুক্তি, বিপর্যয় ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেছেন। রাষ্ট্রপতি ডিয়াজ-ক্যানেল ভারতের ডিজিটাল ক্ষেত্রে বিশেষ সাফল্যের দিকটি উল্লেখ করে প্রশাসনিক কাজে ডিজিটাল পরিকাঠামোর প্রয়োগ এবং ইউপিআই – এর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আয়ুর্বেদকে স্বীকৃতি দেওয়ায় কিউবার প্রতি প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। কিউবার জনস্বাস্থ্য ব্যবস্থায় আয়ুর্বেদ’কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় বিভিন্ন ওষুধকে স্বীকৃতি দেওয়ার জন্য কিউবার কাছে প্রস্তাব রাখেন তিনি। এরফলে, সেদেশে ভারতের বিভিন্ন ওষুধ ব্যবহার করতে সুবিধা হবে।
দুই নেতা স্বাস্থ্য, মহামারী প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের মতো গ্লোবাল সাউথ – এর বিভিন্ন বিষয়ে একযোগে কাজের বিষয়ে সহমত হয়েছেন। বহুস্তরীয় বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে সহযোগিতা বজায় থাকায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
SC/CB/SB
(Release ID: 2142867)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam