প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীকে বুয়েনস আইরেস শহরের চাবি প্রদান করা হয়েছে

Posted On: 06 JUL 2025 2:42AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ বুয়েনস আইরেস শহরের চাবি(নাগরিক সম্মান) প্রদান করেছেন বুয়েনস আইরেস শহরের প্রধান মিঃ জর্জ ম্যাক্রি।

একটি এক্স হ্যান্ডেল পোস্টে, প্রধানমন্ত্রী বলেছেন;

"বুয়েনস আইরেস শহরের নগরপ্রধান মিঃ জর্জ ম্যাক্রির হাত থেকে বুয়েনস আইরেস শহরের চাবি গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। 

@jorgemacri"

 


SC/SB/AS


(Release ID: 2142680)