প্রধানমন্ত্রীরদপ্তর
ফলাফলের তালিকা: ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর
Posted On:
04 JUL 2025 11:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২৫
ক) মৌ বা সমঝোতা স্মারক / চুক্তি স্বাক্ষরিত:
i. ভারতীয় ফার্মাকোপিয়া সংক্রান্ত সমঝোতা স্মারক
ii. দ্রুত প্রভাব প্রকল্প (কিউআইপি) বাস্তবায়নের জন্য ভারতীয় অনুদান সহায়তা সংক্রান্ত চুক্তি
iii. ২০২৫-২০২৮ সময়কালের জন্য সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি
iv. ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক
v. কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক
vi. ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে (ইউডব্লিউআই) হিন্দি ও ভারতীয় স্টাডিজের দুটি আইসিসিআর চেয়ার পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক।
খ) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ঘোষণা:
i. ত্রিনিদাদ ও টোবাগোতে (টিঅ্যান্ডটি) ভারতীয় প্রবাসী সদস্যদের ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওসিআই কার্ড সুবিধা সম্প্রসারণ: এর আগে, টিঅ্যান্ডটি -তে ভারতীয় প্রবাসী সদস্যদের চতুর্থ প্রজন্ম পর্যন্ত এই সুবিধা পেতেন।
ii. টিঅ্যান্ডটি -তে স্কুল শিক্ষার্থীদের জন্য ২০০০ ল্যাপটপ উপহার
iii. নামদেভকো (এনএএমডিইভিসিও) -কে কৃষি-প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি (আমেরিকান ডলারে ১ মিলিয়ন) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর
iv. টিঅ্যান্ডটি -তে ৮০০ জনের জন্য ৫০ দিন ধরে কৃত্রিম অঙ্গ ফিটমেন্ট ক্যাম্প (পোস্টার-লঞ্চ) আয়োজন
v. ‘হিল ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের আওতায় ভারতে বিশেষায়িত চিকিৎসা প্রদান করা হবে
vi. স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তা করার জন্য টিঅ্যান্ডটি -কে কুড়ি (২০) হেমোডায়ালাইসিস ইউনিট এবং দুটি (০২) সমুদ্র অ্যাম্বুলেন্স উপহার
vii. ছাদে ফটোভোলটাইক সৌর প্যানেল সরবরাহ করে টিঅ্যান্ডটি -এর বিদেশ ও ক্যারিকম বিষয়ক মন্ত্রকের সদর দপ্তরের সৌরশক্তিকরণ
viii. ভারতে গীতা মহোৎসব উদযাপনের সঙ্গে মিল রেখে পোর্ট অফ স্পেনের মহাত্মা গান্ধী ইনস্টিটিউট ফর কালচারাল কোঅপারেশনে গীতা মহোৎসব উদযাপন
৬. ভারতে টিএন্ডটি এবং ক্যারিবিয়ান অঞ্চলের পণ্ডিতদের প্রশিক্ষণ
গ) অন্যান্য ফলাফল:
টিএন্ডটি ঘোষণা করেছে যে তাঁরা ভারতের নেতৃত্বে দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো জোট (সিডিআরআই) এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স(জিবিএ)-এর মতো আন্তর্জাতিক উদ্যোগগুলিতে যোগ দেবে।
SC/SB/DM
(Release ID: 2142490)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam