প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আধিকারিক পর্যায়ের আলোচনা

Posted On: 04 JUL 2025 11:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিশেসর-এর সঙ্গে পোর্ট অফ স্পেনের রেড হাউসে সাক্ষাৎ করেন। সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অভূতপূর্ব ভাবে স্বাগত জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিশেসর-কে ধন্যবাদ জানান। 

দুই নেতার মধ্যে কৃষি, স্বাস্থ্যপরিষেবা, ফার্মাসিউটিক্যালস, ডিজিটাল রূপান্তর, ইউপিআই, ক্ষমতা বৃদ্ধি, সংস্কৃতি, ক্রীড়া এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা। প্রধানমন্ত্রী বিশেসর বলেন, ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যে গভীর দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে। 

উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তার মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সহযোগিতার আহ্বান জানান তাঁরা। পহেলগাম জঙ্গী হামলার পরিপ্রেক্ষিতে ত্রিনিদাদ ও টোবাগোর গভীর সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করেন সে দেশের প্রধানমন্ত্রী। উভয় নেতা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দক্ষিণ বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সংহতির জন্য এবং ভারত - ক্যারিকম অংশীদারিত্বকে মজবুত করতে একযোগে কাজ করার বিষয়ে সম্মত হন। 

উভয় নেতার মধ্যে আলোচনায় সংস্কৃতি, ক্রীড়া, কূটনৈতিক প্রশিক্ষণ, হিন্দির জন্য আইসিসিআর চেয়ার সহ বিভিন্ন বিষয়ে ৬টি মউ স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিভিন্ন ঘোষণা করা হয়। 

প্রধানমন্ত্রী মোদী ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিশেসরকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ত্রিনিদাদ ও টোবাগোর এই ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে উজ্জীবিত করেছে। 

 

SC/PM/AS


(Release ID: 2142457)