প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের প্রতিরূপ এবং পবিত্র জল উপহার দিয়েছেন

Posted On: 04 JUL 2025 8:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসারকে রাম মন্দিরের প্রতিরূপ উপহার দিয়েছেন। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ এবং সরযূ নদীর পবিত্র জলও তিনি তাঁকে উপহার দেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন; 
“প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসারের আয়োজিত নৈশভোজে আমি তাঁকে রামমন্দিরের প্রতিরূপ এবং প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ও সরযূ নদীর পবিত্র জল উপহার দিয়েছি। এগুলি ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের প্রতীক।”

 

SC/ AB /AG


(Release ID: 2142302)