প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উচ্চ তাপমাত্রার ঝুঁকি মোকাবিলায় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অতি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ভারত : ডঃ পি কে মিশ্র

प्रविष्टि तिथि: 07 JUN 2025 10:03AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ জুন ২০২৫ 

 

প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র তাপমাত্রা বৃদ্ধিকে এক আন্তর্জাতিক সঙ্কট হিসেবে চিহ্নিত করেছেন এবং জরুরি ভিত্তিতে বিষয়টির মোকাবিলার আর্জি জানিয়েছেন। জেনিভায় গতকাল অত্যুচ্চ তাপের ঝুঁকি সংক্রান্ত এক বিশেষ অধিবেশনে তিনি বলেন, ক্রমবর্ধমান তাপমাত্রা জনস্বাস্থ্য, আর্থিক স্থায়িত্ব এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চরম তাপের মোকাবিলায় ভারত অতি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। 

তিনি বলেন, জোরদার নজরদারি ব্যবস্থা, হাসপাতালগুলিতে প্রস্তুতি এবং সচেতনতামূলক প্রচারের ফলে তাপপ্রবাহ সংক্রান্ত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। প্রধান সচিব বলেন, তাপপ্রবাহ-প্রবণ ২৩টি রাজ্যের ২৫০টির বেশি শহর ও জেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

ডঃ মিশ্র বলেন, স্বাস্থ্য, কৃষি, নগরোন্নয়ন, শ্রম, বিদ্যুৎ, জল, শিক্ষা এবং পরিকাঠামো মন্ত্রককে যুক্ত করে সরকার সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। এক্ষেত্রে ভারতের গৃহীত দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। ডঃ মিশ্র আরও বলেন, তাপপ্রবাহ কোন নির্দিষ্ট ভৌগলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়, তাই এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে প্রযুক্তিগত সহায়তা, তথ্য বিনিময় এবং যৌথ গবেষণার প্রয়োজন রয়েছে।  

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2134823) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam