প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতীয় যুব সম্প্রদায় বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে, আমাদের যুবশক্তি গতিশীলতা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীক : প্রধানমন্ত্রী

Posted On: 06 JUN 2025 10:42AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুন, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় যুব সম্প্রদায়ের বিশ্বব্যাপী কৃতিত্বের উপর আলোকপাত করেছেন। তিনি যুব সম্প্রদায়কে গতিশীলতা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীক বলে আখ্যা দিয়েছেন। 

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুবশক্তির সাফল্যের পথকে সুনিশ্চিত করতে সরকার সর্বতো সহায়তা যোগাবে। 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন;

“ভারতীয় যুব সম্প্রদায় বিশ্বব্যাপী ছাপ ফেলেছে। আমাদের যুবশক্তি গতিশীলতা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীক। অতুলনীয় শক্তি এবং আস্থার ওপর ভর করে আমাদের যুব সম্প্রদায় ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করেছে।

বিগত ১১ বছরে স্টার্টআপ, বিজ্ঞান, ক্রীড়া, সম্প্রদায় পরিষেবা, সংস্কৃতি এবং অন্যান্য আরও নানা ক্ষেত্রে যুব সম্প্রদায়ের অভাবনীয় কাজ আমরা প্রত্যক্ষ করেছি।

বিগত ১১ বছরে যুবশক্তির ক্ষমতায়নে নীতি এবং কর্মসূচিগত সিদ্ধান্তমূলক পরিবর্তন আনা হয়েছে। স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং ২০২০-র জাতীয় শিক্ষা নীতি যুবশক্তির সশক্তিকরণে গৃহীত শক্তিশালী উদ্যোগ।

আমার স্থির বিশ্বাস আমাদের যুবশক্তি বিকশিত ভারত গড়ে তোলার প্রয়াসকে শক্তি যোগাবে।

#11YearsOfYuvaShakti”

“আমরা যুবশক্তির বিকাশে সর্বদা যাবতীয় সুযোগ যোগাবো! তারা বিকশিত ভারতের মূল নির্মাতা। #11YearsOfYuvaShakti”

 


SC/AB/SKD


(Release ID: 2134564)