প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর

Posted On: 05 JUN 2025 11:48AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জুন, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ করেছেন। ১৯৭১ সালে ভারত – পাক যুদ্ধে দেশাত্মবোধ এবং অসাধারণ সাহসের নমুনা প্রদর্শনকারী গুজরাটের কাচ্ছের মা ও বোনেরা তাঁকে এই চারা গাছটি উপহার দেন। 
তাঁর সাম্প্রতিক গুজরাট সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সিঁদুর গাছের চারার এই উপহার দেশের মহিলাদের বীরত্ব ও অনুপ্রেরণার দৃঢ় প্রতীক হয়ে থাকবে। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “১৯৭১ সালের যুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনকারী কয়েকজন মা ও বোনের কাছ থেকে সাম্প্রতিক গুজরাট সফরে এই সিঁদুর গাছের চারা আমি উপহার হিসেবে পাই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই চারা গাছটি রোপণের সৌভাগ্য আমার হয়েছে। এই চারা গাছটি আমাদের দেশের নারী শক্তির বীরত্ব ও প্রেরণার এক দৃঢ় প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।"

 

SC/AB/SB…


(Release ID: 2134134)