প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে একটি সিঁদুর গাছের চারা রোপণ করেছেন

प्रविष्टि तिथि: 05 JUN 2025 11:48AM by PIB Agartala

নয়াদিল্লি: ৫ জুন ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অপারেশন সিদুঁরের সাফল্য স্মরণে নয়া দিল্লিতে তাঁর বাসভবনে একটি সিঁদুর গাছের চারা রোপণ করেছেন।

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় গুজরাটের কচ্ছের যে সেনানীরা অসাধারণ সাহস ও দেশপ্রেমের নজির রেখেছিলেন তাঁদের মা ও বোনেরা শ্রী মোদীকে এই গাছটি উপহার দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর গুজরাট সফরের কথা উল্লেখ করে এক্স-এ লিখেন, সিঁদুর গাছের উপহার দেশের নারী শক্তির সাহসিকতা এবং অনুপ্রেরণার একটি শক্তিশালী প্রতীক।

*****

KMD/PS


(रिलीज़ आईडी: 2134207) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English