প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

যোগান্ধ্র ২০২৫ উদ্যোগের জন্য অন্ধ্রপ্রদেশের প্রশংসায় প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 03 JUN 2025 8:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ জুন, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে আয়োজিত যোগান্ধ্র ২০২৫-এ যোগাসনে আগ্রহীদের প্রাণবন্ত অংশগ্রহণের প্রশংসা করেছেন। পুলিগুন্ডু পর্বতে আয়োজিত এই অনুষ্ঠানে ২০০০-এর বেশি যোগপ্রেমী যোগ দেন। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে এর আয়োজন করা হয়েছিল।

সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপরাও যাদবের এক পোস্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন:

“যোগ দিবস ২০২৫-এর লক্ষ্যে তৈরি হওয়া উদ্দীপনা দেখে মুগ্ধ। অন্ধ্রপ্রদেশের মানুষের মধ্যে যোগকে জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজিত  #Yogandhra2025 একটি প্রশংসনীয় প্রয়াস। ২১ তারিখে অন্ধ্রপ্রদেশে যোগ দিবস উদযাপনের দিকে আমি তাকিয়ে রয়েছি।

যোগ দিবস উদযাপন এবং যোগকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার জন্য আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি। 

@ncbn”

 


SC/MP/NS…. 


(रिलीज़ आईडी: 2133740) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada