প্রতিরক্ষামন্ত্রক
অপারেশন সিঁদুর শুধুমাত্র সামরিক অভিযান নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত ইচ্ছাশক্তির প্রতীক : প্রতিরক্ষামন্ত্রী
Posted On:
11 MAY 2025 2:36PM by PIB Kolkata
নতুন দিল্লি: ১১ মে ২০২৫
"অপারেশন সিঁদুর শুধুমাত্র সামরিক অভিযান নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত ইচ্ছাশক্তির প্রতীক", উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে আজ ব্রহ্মোস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং। এই অপারেশনকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্তিশালী ইচ্ছাশক্তির মহড়া হিসেবে চিহ্নিত করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যেখানে পদক্ষেপ গ্রহণ করবে, সেখানে জঙ্গি এবং তাদের প্রভুরা নিরাপদে থাকতে পারবে না। তিনি বলেন, "উরির ঘটনার পর সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামার হামলার পর বিমান প্রত্যাঘাত এবং পহেলগামের হামলার পর আকাশপথে পরপর হামলা, এগুলির মাধ্যমে গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে যে, দেশের মাটিতে সন্ত্রাসবাদী হামলা হলে ভারত কী করতে পারে।"
শ্রী রাজনাথ সিং জানান, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের পরিকাঠামো ধ্বংসের জন্য এই অভিযান চালানো হয়েছিল, কোন নিরীহ নাগরিককে নিশানা করা হয়নি। অন্যদিকে, পাকিস্তান ভারতের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং মন্দির, গুরদুয়ারা এবং গির্জাকে নিশানা করছে।
প্রতিরক্ষামন্ত্রী ব্রহ্মোসকে বিশ্বের অন্যতম দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি হল ভারতীয় সশস্ত্রবাহিনীর শক্তির বার্তা।
উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডোর (ইউপিডিআইসি)-টিকে দেশের গর্ব হিসেবে আখ্যা দিয়ে বলেন, এতে প্রত্যক্ষভাবে ৫০০ এবং পরোক্ষভাবে ১০০০ মানুষের কর্মসংস্থান হবে।
তিনি জানান, ইউপিডিআইসি-তে ১৮০টি মউ এপর্যন্ত স্বাক্ষরিত হয়েছে এবং ইতিমধ্যে ৩৪,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। ইতিমধ্যে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এয়ারক্র্যাফট তৈরি, ড্রোন, অস্ত্রশস্ত্র, প্যারাস্যুট প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ আসছে। এখানে সরকারি এবং বেসরকারি, উভয়েরই অংশীদারিত্ব রয়েছে।
মাত্র ৪০ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার জন্য তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, ডিআরডিও-র বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট অন্যদের প্রশংসা করেন। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপারেশন সিঁদুরের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদকে ধ্বংস করা ছাড়া অন্য কোনও পথ নেই। লক্ষ্ণৌতে ২০০ একর এলাকাজুড়ে গড়ে উঠেছে ব্রহ্মোস ইন্টিগ্রেশন অ্যান্ট টেস্টিং ফেসিলিটি সেন্টার।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য এবং শ্রী ব্রিজেশ পাঠক, মুখ্যসচিব শ্রী মনোজ কুমার সিং, ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন।
SC/MP/AS
(Release ID: 2128179)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam