অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্যাঙ্কিং ক্ষেত্রে পরিচালনা ও সাইবার সুরক্ষা সংক্রান্ত বৈঠকে পৌরোহিত্য কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমনের

Posted On: 09 MAY 2025 6:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ মে, ২০২৫

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক এবং বিমা সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও-দের সঙ্গে বৈঠক করেন। 

বৈঠকে অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক, আইআরডিএআই এবং এনপিসিআই-এর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ইন্টারনেট ব্যাঙ্কিং ও ইউপিআই-এর মতো ডিজিটাল লেনদেন সহ ব্যাঙ্কিং ক্ষেত্রে পরিচালন ব্যবস্থা ও সাইবার সুরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। 

সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ব্যাঙ্কগুলির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং বিমা সংস্থার কর্তারা অর্থমন্ত্রীকে অবহিত করেন। 

বৈঠকে দেশে আর্থিক স্থিতিশীলতা সুনিশ্চিত করার ক্ষেত্রে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন শ্রীমতী সীতারমন। যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলায় ব্যাঙ্কগুলিকে তৈরি থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেইসঙ্গে দেশে বিশেষত সীমান্তবর্তী এলাকায় ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তা সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি। 

সীমান্তবর্তী এলাকায় কর্মরত ব্যাঙ্কগুলির কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং সুরক্ষায় যুক্ত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। 

কোনও পরিস্থিতিতেই নাগরিক পরিষেবা এবং ব্যবসায়িক কাজকর্ম যাতে বিঘ্নিত না হয়, তা সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এটিএম-গুলিতে পর্যাপ্ত অর্থের জোগান, বিঘ্নহীন ইউপিআই ও ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবস্থা চালু রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলেন তিনি। 

ব্যাঙ্কগুলির সদর কার্যালয়ে দুজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত পদস্থ আধিকারিক রাখার নির্দেশ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর মধ্যে একজন আধিকারিক সাইবার সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখাশোনা করবেন এবং অন্যজন ব্যাঙ্কের শাখাগুলির কাজকর্ম ও এটিএম-গুলিতে অর্থের জোগান সহ পরিচালনগত নানা দিক সামলাবেন। 

অন্যদিকে গ্রাহকদের মসৃণ পরিষেবা এবং সঠিক সময়ে বিমা নিষ্পত্তি সুনিশ্চিত করতে বিমা সংস্থাগুলিতে নির্দেশ দেন শ্রীমতী সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, জাতীয় সুরক্ষা এবং আর্থিক স্থায়িত্ব বজায় রাখতে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ।  

 

SC/MP/NS…


(Release ID: 2128095) Visitor Counter : 2