WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারত প্যাভিলিয়ন : কলা থেকে কোড – ওয়েভস, ২০২৫-এ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে

 Posted On: 04 MAY 2025 5:10PM |   Location: PIB Kolkata

মুম্বাই ৪ মে, ২০২৫

 

ওয়েভস, ২০২৫-এ ভারত প্যাভিলিয়নে এ দেশের গল্প কথনের ইতিহাস জানতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ‘কলা থেকে কোড’ – এই ভাবনায় সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে ভারতের রূপান্তরের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। এখানে শ্রুতিকথন থেকে ছবির মাধ্যমে গল্প বলা আর এই প্রক্রিয়ায় অত্যাধুনিক ডিজিটাল উদ্ভাবন – প্রতিটি বিষয়ই স্থান পেয়েছে। 

ভারত প্যাভিলিয়নে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জিত হচ্ছে, সেই বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্যাভিলিয়নটি ঘুরে দেখেন। এছাড়াও, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিশিষ্টজনেরা এই প্যাভেলিয়ন ঘুরে দেখার সময় এ দেশের গল্প কথনের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পান। আমাদের দেশের মনিমাণিক্যখচিত বহু ঐতিহ্যের সন্ধান শ্রোতা-দর্শকরা এই স্টল থেকে পেয়েছেন। 

ভারত প্যাভিলিয়ন শুধুমাত্র প্রদর্শনের একটি স্টলই নয়, বরং স্রষ্টা হিসেবে ভারতের পথ চলার প্রামাণ্য বিভিন্ন চিত্র উপস্থাপিত করেছে। ভারতের সংস্কৃতি, শিল্পীদের শ্রেষ্ঠত্ব এবং আন্তর্জাতিক স্তরে গল্প কথনের দিক থেকে প্রথম সারিতে উন্নীত হওয়ার তথ্য এই প্যাভিলিয়নে পাওয়া যায়। এখানে চারটি বিভাগ রয়েছে। 

শ্রুতি – কথকতার ঐতিহ্য : প্রাচীন ভারতে মৌখিকভাবে বিভিন্ন তথ্যের আদানপ্রদান হত। প্যাভিলিয়নের এই অংশে ছন্দ ও সুরের ব্যবহার করে গল্প বলার ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে গুরু-শিষ্য পরম্পরার মাধ্যমে মৌখিকভাবে শিক্ষাদানকে শ্রদ্ধা জানানো হয়েছে। বৈদিক মন্ত্র এবং আধ্যাত্মিক বিভিন্ন রীতিনীতির ক্ষেত্রে সঙ্গীতের ব্যবহার তুলে ধরা হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন সুরের প্রয়োগ, লোকশিল্পের নিদর্শন উপস্থাপনার পাশাপাশি গওহরজান থেকে আন্তর্জাতিক সঙ্গীতজ্ঞদের সম্পর্কিত নানা তথ্য এখানে পরিবেশিত হয়েছে। প্যাভিলিয়নের এই অংশে আমন আলি বাঙ্গাস, আয়ান আলি বাঙ্গাস এবং পরিবারের তরুণ সদস্যরা সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়াও, আকাশবাণীর বিভিন্ন সংগ্রহ প্রদর্শিত হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের প্লে-ব্যাক সিঙ্গিং-এর ১০০ বছর, ক্যাসেট থেকে বর্তমানের ক্লাউড প্রযুক্তি, পডকাস্টের মাধ্যমে তথ্য সম্প্রচার এবং এ দেশে অডিও বুকের জনপ্রিয়তা নিয়েও শ্রুতি অংশে আকর্ষণীয় নানা তথ্য উপস্থাপিত হয়েছে।

কৃতি – শিলালেখ থেকে লিখনের নানা ঐতিহ্য : প্যাভিলিয়নের এই অংশে ভারতীয় সভ্যতার বিভিন্ন নিদর্শনের লিখিত উপাদানের ভূমিকা তুলে ধরা হয়েছে। গুহাচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশন করা, সিন্ধু সভ্যতার নানা নিদর্শন, এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে রামায়ণ মহাকাব্যের উপস্থাপনা, সম্রাট অশোকের শিলালিপি, প্রাচীন যুগের বিভিন্ন গ্রন্থাগারের পাণ্ডুলিপি, তামার প্লেটের মাধ্যমে তথের সংরক্ষণ, ভারতীয় সাংবাদিকতার বিবর্তন, এ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের ডিজিটাল লাইব্রেরিতে সংরক্ষণ, ভারতীয় সাময়িকপত্র এবং বিভিন্ন উপন্যাসের চরিত্রগুলিকে কমিক্সের মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপনার তথ্য তুলে ধরা হয়েছে। 

দৃষ্টি – ভিস্যুয়াল পদ্ধতিতে উপস্থাপনার ঐতিহ্য : ভিস্যুয়াল মাধ্যমে গল্প কথনের ঐতিহ্যকে উপস্থাপনার ক্ষেত্রে গুহাচিত্র থেকে আধুনিক সিনেমা পর্যন্ত ভারতের পথ চলাকে দর্শকরা এখানে প্রত্যক্ষ করেছেন। এ দেশের ভিস্যুয়াল আর্টের বিবর্তন এলইডি টানেলের মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপিত করা হয়েছে। হরপ্পা যুগের নৃত্যরত বালিকাকে হলোগ্রাফিক পদ্ধতিতে শাশ্বত ছন্দ শাখায় তুলে ধরা হয়েছে। নবরস, মহাজাগতিক নৃত্যশিল্পী হিসেবে শিব, লোকনৃত্য, আদিবাসী নৃত্য, চলচ্চিত্র শিল্পের বিবর্তন, ভারতীয় সিনেমা জগতের বিশিষ্টজনেদের সম্পর্কে নানা তথ্যের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক এবং কলাকুশলীদের শ্রদ্ধা জানানো হয়েছে। এ দেশে টেলিভিশনের বিবর্তনের তথ্য তুলে ধরার ক্ষেত্রে দূরদর্শন থেকে বর্তমানের স্ট্রিমিং পদ্ধতির প্রসঙ্গও উপস্থাপিত হয়েছে।

স্রষ্টার উত্তরণ : প্যাভিলিয়নের এই অংশে গল্প কথনের ক্ষেত্রে ভারতের উদ্ভাবনকে উপস্থাপিত করা হয়েছে। কৃত্রিম মেধা, এক্সআর, গেমিং, অ্যানিমেশন সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার; ভারতীয় বৌদ্ধিক সম্পত্তির বিভিন্ন নিদর্শন উপস্থাপিত করা এবং ভবিষ্যৎ গল্প কথনের বিভিন্ন পন্থাপদ্ধতি নিয়ে মতবিনিময়ের সুযোগ ছিল প্যাভিলিয়নের এই অংশে। 

ভারত প্যাভিলিয়নে সৃজনশীলতার চালিকাশক্তি হিসেবে ভারতের পরিচিতিকে তুলে ধরা হয়েছে। এখানে অতীতের বিভিন্ন ঐতিহ্যের পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে দর্শকরা সম্যক ধারণা লাভ করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে সামাজিক মাধ্যম এক্স-এর নিম্নলিখিত লিঙ্কগুলিতে ক্লিক করুন :
https://x.com/WAVESummitIndia
https://x.com/MIB_India
https://x.com/PIB_India
https://x.com/PIBmumbai

সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন : 
https://www.instagram.com/wavesummitindia
https://www.instagram.com/mib_india
https://www.instagram.com/pibindia

 

SC/CB/DM...


Release ID: (Release ID: 2127047)   |   Visitor Counter: 11