তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের বিধিনিয়ম নিয়ে “লিগাল কারেন্টস : এ রেগুলেটরি হ্যান্ডবুক অন ইন্ডিয়াজ এম অ্যান্ড ই সেক্টর ২০২৫” শীর্ষক প্রতিবেদন আগামীকাল প্রকাশিত হবে
Posted On:
02 MAY 2025 2:39PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই ২ মে, ২০২৫
ওয়েভস ২০২৫ ভারতের মিডিয়া ও বিনোদন চালচিত্রে এক যুগান্তকারী মুহুর্ত। আগামীকাল ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের বিধিনিয়ম নিয়ে “লিগাল কারেন্টস : এ রেগুলেটরি হ্যান্ডবুক অন ইন্ডিয়াজ এম অ্যান্ড ই সেক্টর ২০২৫” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হবে। ওয়েভস ২০২৫-এর জ্ঞান সংক্রান্ত অংশীদার খৈতান অ্যান্ড কোম্পানী এটি প্রস্তুত করেছে। এতে ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের ক্রমবর্ধমান সম্ভাবনাকে রূপ দেওয়ার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক কাঠামোর বর্ণনা করা হয়েছে।
ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্র যখন অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে চলেছে, তখন এই আইনী দিশানির্দেশ এই ক্ষেত্রের দক্ষতা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে আরও গতি দেবে। সম্প্রচার ও তথ্য বিনোদন, গেমিং, কৃত্রিম মেধা, ডিজিটাল মিডিয়া, চলচ্চিত্র সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বাড়ায় এবং ভারতীয় বিষয়বস্তু নিয়ে সৃজনশীল কাজ হওয়ায় ভারত এখন এক ডিজিটাল রূপান্তরের মধ্যে রয়েছে। সরকারের সক্রিয় সমর্থন ও পৃষ্ঠপোষকতা এই রূপান্তরের পথ প্রশস্ত করছে। ভারতে প্রিন্ট, টেলিভিশন ও রেডিও সম্প্রচারের মতো যেসব ক্ষেত্রে দর্শকের সংখ্যা উল্লেখযোগ্য রকমের বেশি, সেখানে সরকার বিধিনিয়ম ও প্রক্রিয়া আরও সহজ করেছে।
এই হ্যান্ডবুকে সরকারের বিভিন্ন উদ্যোগ ও আইনী পদক্ষেপের উল্লেখ রয়েছে। এগুলি বিদেশী সংস্থাগুলির বাজারে প্রবেশের আইনী পথকে প্রশস্ত ও সুবিন্যস্ত করেছে। ভারতকে কনটেন্ট ক্রিয়েশন বা বিষয়বস্তু সৃজনের প্রধান গন্তব্য করে তোলার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি প্রযোজনা ও সহ-প্রযোজনার ক্ষেত্রে যেসব উৎসাহদান প্রকল্পের ঘোষণা করেছে, তাও এই প্রতিবেদনে আছে।
বিজ্ঞাপন, অনলাইন গেমিং, ডিজিটাল মিডিয়ার মতো প্রধান ক্ষেত্রগুলিতে শিল্পসংস্থা ও সরকারের মধ্যে এক সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে উঠেছে। এতে আইনী বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষ কার্যকরী নমনীয়তার সুবিধা ভোগ করছেন।
বিশ্বব্যাপী বিষয়বস্তু সৃজন কেন্দ্র হিসেবে ভারত যখন তার অবস্থান আরও মজবুত করছে, তখন এই হ্যান্ডবুক সংশ্লিষ্ট সব পক্ষের কাছে প্রাণবন্ত, প্রযুক্তিচালিত মিডিয়া ও বিনোদন পরিসরের এক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হবে।
সাম্প্রতিক তথ্য তৎক্ষণাৎ জানার জন্য ফলো করুন :
এক্স-এ :
https://x.com/WAVESummitIndia
https://x.com/MIB_India
https://x.com/PIB_India
https://x.com/PIBmumbai
ইনস্টাগ্রামে :
https://www.instagram.com/wavesummitindia
https://www.instagram.com/mib_india
https://www.instagram.com/pibindia
SC/SD/NS…
Release ID:
(Release ID: 2126378)
| Visitor Counter:
16
Read this release in:
Kannada
,
English
,
Nepali
,
Gujarati
,
Tamil
,
Malayalam
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Telugu